ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপালীদের স্ট্যাটাস প্রাপ্তির আনন্দ

প্রকাশিত: ০৫:৩৩, ১৭ মার্চ ২০১৮

 নেপালীদের স্ট্যাটাস প্রাপ্তির  আনন্দ

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ার ষষ্ঠ দেশ হিসেবে ওয়ানডে স্ট্যাটাস (৫০ ওভারের ক্রিকেটে আন্তর্জাতিক মর্যাদা) পেয়েছে নেপাল। নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান দল ওয়ানডে স্ট্যাটাস পায়। তাই এশিয়ার মধ্যে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া নবাগত দল এখন নেপাল। নেপাল কিন্তু হল্যান্ডকে ধন্যবাদ দিতেই পারে। কারণ জিম্বাবুইয়ের মাটিতে চলমান ২০১৯ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ডাচ্রা হংকংকে হারানোয় নেপালের সমীকরণটা দাঁড়ায়Ñ শেষ ম্যাচে জেতো আর স্ট্যাটাস পাও। সেই সমীকরণ মেলাতে কোন বেগই পেতে হয়নি পরশ খড়কাদের। পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দিয়ে (৬ উইকেটের জয়) ইতিহাস গড়ে নেপালীরা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নেপালী বোলারদের তোপে ১১৪ রানে গুটিয়ে প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৭.১ ওভারেও এই লক্ষ্য টপকে যায় নেপাল। নেপাল অধিনায়ক পরশ খাড়কা বলেন, ‘এটা দারুণ অনন্দের। যদি আমরা সঠিক ব্যবস্থাপনা পাই, আর সঠিক ঘরোয়া কাঠামো পাই, তবে আমরা এগিয়ে যেতে থাকব। নেপাল ক্রিকেটের যাই ঘটুক না কেন, সবার আগে একটি ব্যবস্থাপনা দরকার।’ চার বছরের জন্য পাওয়া তাদের এ স্ট্যাাটস ২০২২ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। অন্যদিকে বাজে পারফর্মে পাপুয়া নিউগিনি ও হংকং ওয়ানডে স্ট্যাটাস হারিয়েছে। দুই দলই ওয়ার্ল্ড ক্রিকেট লীগের দ্বিতীয় বিভাগে নেমে গেছে। এ দুই দলকে এখন খেলতে হবে ওয়ার্ল্ড ক্রিকেট লীগ ‘ডিভিশন-২’এ। চার বছর আগে বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ পেয়েছিল তারা। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে ওয়ানডে স্ট্যাটাস পেল নেপাল। আইসিসির নিষেধাজ্ঞা ছিল দেশটির ক্রিকেট বোর্ডের ওপর। কিন্তু খেলোয়াড়দের একের পর এক সাফল্যের কারণে নেপালকে ওয়ানডে স্ট্যাটাস দিতেই হলো আইসিসিকে।
×