ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিচ্ছেন ট্রাম্প

প্রকাশিত: ০৫:২৫, ১৭ মার্চ ২০১৮

এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টারকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসের শীর্ষ স্থানীয়দের বরখাস্তের সারিতে তিনি সাম্প্রতিক। ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার একথা বলেছে। খবর এএফপির। পত্রিকাটি বলেছে যে, ট্রাম্প ম্যাকমাস্টারকে সম্ভাব্য পদে বদলির ব্যাপারে আলোচনা করছেন। কিন্তু তিনি সময় নিতে চান। কারণ তিনি তাকে অবমাননা করতে চান না এবং একজন উত্তরসূরি মনোনয়নের জন্যও সময় প্রয়োজন। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে (এনএসসি) কোন পরিবর্তন আসছে না। কাউকে নিয়োগের পরিকল্পনা রয়েছে কিনা যে বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে তার এ মন্তব্যে। স্যান্ডার্স টুইটারে লিখেছেন তাদের মধ্যে কাজের ভাল সম্পর্ক রয়েছে এবং এনএসসিতে কোন পরিবর্তন আসছে না। তার এ রিপোর্টের সঙ্গে ম্যাকমাস্টারকে বরখাস্ত করার সিদ্ধান্তের মিল নেই। ওয়াশিংটন পোস্ট বলেছে, ম্যাকমাস্টার চার তারকা বিশিষ্ট পদে বা অন্য কোন স্বস্তিপূর্ণ পদে পদোন্নতি না পাওয়া পর্যন্ত তাকে সরিয়ে দেয়ার ব্যাপারে হোয়াইট হাউসে কেউ কেউ দ্বিধাগ্রস্ত রয়েছেন। ট্রাম্প ম্যাকমাস্টারকে অবমাননার বিষয়টি এড়িয়ে যেতে ইচ্ছুক বলে রিপোর্ট প্রকাশিত হলেও তিনি দুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্তের ব্যাপারে সে রকমটা ভাবেননি। তিনি ওই বরখাস্ত করার ঘোষণাটি টুইটারেই সেরেছিলেন। এক শীর্ষ সহযোগী বলেছেন, টিলারসনকে বরখাস্ত করার ঘোষণার আগে তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেননি এবং তার বরখাস্তের কোন কারণ দেখানো হয়নি। ট্রাম্পের শীর্ষস্থানীয় অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কোহন আমদানিকৃত ইস্পাত ও এ্যালুমিনিয়ামের ওপর প্রেসিডেন্টের কর শুল্ক বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করেন। গতবছর ট্রাম্পের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে সরে যেতে হয়। তিনি পদে ছিলেন মাত্র ২২ দিন। প্রধান স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানোনকে পদত্যাগ করতে হয়েছে নিয়োগের ৭ মাস পর এবং রিইনস প্রিবাস তার দায়িত্ব থেকে সরে যেতে হয়েছে ৬ দিনেরও কম সময়ের মধ্যে। জল্পনা-কল্পনা চলছে, আগামীতে দায়িত্ব থেকে কোন কর্মকর্তাকে সরে যতে হচ্ছে এ নিয়ে। ওয়াশিংটন পোস্ট বলেছে, যে সকল কর্মকর্তা বরখাস্তের শিকার হতে পারেন তারা হচ্ছেন- স্বাস্থ্যমন্ত্রী বেটসি ডিভোস, যিনি সম্প্রতি দুটি টিভি সাক্ষাতকারে অনেক কথা বলেছেন স্বপক্ষে এবং গৃহায়ন ও নগর উন্নয়নমন্ত্রী বেন কারসন। তিনি একটি ভোজনকক্ষ সেটের জন্য বিতর্কিতভাবে ব্যয় করেছেন ৩০ হাজার ডলারের বেশি।
×