ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়া নিয়ে কাজাখস্তানে ত্রিদেশীয় বৈঠক

প্রকাশিত: ০৫:২৪, ১৭ মার্চ ২০১৮

 সিরিয়া নিয়ে কাজাখস্তানে ত্রিদেশীয়  বৈঠক

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহী নিয়ন্ত্রিত গৌতায় প্রায় মাসাধিককালের বোমা ও ক্ষেপণাস্ত্র হামলার পর সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইরান, তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা সমবেত হয়েছেন। -এএফপি। পূর্ব গৌতার শোচনীয় মানবিক বিপর্যয় নিয়ে কথা বলার জন্য শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু আস্তানায় মিলিত হয়েছেন বলে জানা গেছে। বৈঠকের আগে ল্যাভরভ বলেন, লাখ লাখ সিরিয়াবাসী আস্তানা বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে আছে। সিরিয়া সঙ্কট অবসানের লক্ষ্যে এই তিন মধ্যস্থতাকারী দেশ কাজ করে চলেছে। বৈঠকে অর্জিত মতৈক্যের প্রেক্ষিতে আগামী ৪ এপ্রিল ইস্তানবুলে সংশ্লিষ্ট তিন দেশের প্রেসিডেন্টগণ এক শীর্ষ বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে। উল্লেখ্য, ২০১১ সাল থেকে এ পর্যন্ত সিরিয়ার গৃহযুদ্ধ প্রায় সাড়ে তিন লাখ মানুষ নিহত হয়েছে। এই যুদ্ধের নেপথ্যে বিশ্বের অনেক বড় বড় শক্তি কলকাঠি নাড়িয়ে আসছে। বিগত কয়েক সপ্তাহে পূর্ব গৌতায় প্রায় ১২৬০ নিহত হয়েছে এবং এদের এক পঞ্চমাংশ শিশু। গত ১৮ ফেব্রুয়ারি থেকে সিরীয় সরকার সেখানে নির্বিচারে বোমাবর্ষণ করে আসছে। সেখানে খাদ্য, ঔষধ ও অন্যান্য মৌলিক জীবন উপকরণ নিয়ে কোন ত্রাণবাহী যানবাহনও যেতে পারছে না। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পূর্ব গৌতাকে পৃথিবীর এক নরক বলে বর্ণনা করেছেন। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সেখানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা কিছুটা কমিয়ে পূর্ব গৌতায় স্থল অভিযান জোরদার করেছেন। সর্বশেষ খবর অনুযায়ী গৌতার প্রায় ৭০ ভাগ এলাকা সরকারী বাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে। মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরির বর্ণনা অনুযায়ী জানা গেছে যে, সরকারী বাহিনীর বর্বরতার আশঙ্কায় কেবল বৃহস্পতিবারেই ২০ হাজার মানুষ পূর্ব গৌতা ছেড়ে পালিয়ে গেছে। পূর্ব গৌতায় বিদ্রোহীদের সমর্থক দেশ তুরস্ক এর আগে এলাকাটিতে অবরোধ অবসানের আহ্বান জানিয়েছিল কিন্তু কার্যকরভাবে কোন সামরিক সহায়তা দিতে পারেনি। কারণ, তুরস্ক সিরিয়ার আফরিন শহরে বিদ্রোহী কুর্দীদের দমনে তার সর্বশক্তি নিয়োগ করেছিল।
×