ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে রোহিঙ্গা বিরোধী প্রচারে হাতিয়ার ফেসবুক

প্রকাশিত: ০৫:২৪, ১৭ মার্চ ২০১৮

 মিয়ানমারে রোহিঙ্গা  বিরোধী প্রচারে  হাতিয়ার ফেসবুক

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যায় জনগণকে উস্কে দিতে কর্তৃপক্ষ ফেসবুক ব্যবহার করছে। দেশটির সরকারী ও সামরিক প্রচারে এবং উগ্রপন্থী জনগণ ফেসবুককে প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ উস্কে দিতে সহিংসতা শুরুর আগে থেকেই ফেসবুক প্রচারে বড় হাতিয়ার হিসেবে ভূমিকা রাখে। বিবিসি। জাতিসংঘের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে ফেসবুক ব্যবহাররের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থাও অনুসন্ধান চালিয়ে রাখাইনে রোহিঙ্গা নিধনে ফেসবুকের ভূমিকার কথা নিশ্চিত করেছে। জাতিসংঘের মিয়ানমার বিষয়ে বিশেষ দূত ইয়াংহি লি বলেছেন, ‘রাখাইনে রোহিঙ্গা গণহত্যার আভাস পাওয়া গেছে। মিয়ানমার সরকার ও সামরিক কর্তৃপক্ষ জনগণের মধ্যে রোহিঙ্গা বিষয়ে তথ্য প্রচার করার জন্য ফেসবুক ব্যবহার করেছে। কট্টর বৌদ্ধ জাতীয়তাবাদীদেরও নিজস্ব ফেসবুক এ্যাকাউন্ট রয়েছে সেখানে। তারা এর মাধ্যমে রোহিঙ্গা ও অন্য জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ও ঘৃণা ছড়িয়েছে’। সম্ভাব্য রোহিঙ্গা গণহত্যার তদন্তে নিয়োজিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরাও বলছেন, রোহিঙ্গা বিদ্বেষী প্রচারে মিয়ানমারে ভয়াবহ ভূমিকা রেখেছে ফেসবুক। তাদের বক্তব্য, ‘দেশটিতে যা কিছু করা হয়, ফেসবুককে তার প্রধান মাধ্যম করেই করা হয়’।
×