ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএসএমএমইউর নয়া ভিসি ডাঃ কনক কান্তি বড়ুয়া

প্রকাশিত: ০৫:১৮, ১৭ মার্চ ২০১৮

 বিএসএমএমইউর নয়া ভিসি ডাঃ কনক কান্তি  বড়ুয়া

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ওই প্রতিষ্ঠানের অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। রাষ্ট্রপতির নির্দেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়োগ সংক্রান্ত এক আদেশ জারি হয় বলে নিশ্চিত করেছেন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। তিনি বর্তমান ভিসি অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের স্থলাভিষিক্ত হবেন। অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম খানের ভিসি হিসেবে নিয়োগের মেয়াদ ২৩ মার্চ শেষ হবে। আগামী ২৪ মার্চ থেকে ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক কনক কান্তি। তাকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান ও সার্জারি বিভাগের ডিনের দায়িত্ব পালন করছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১৯৭৭ সালে এমবিবিএস করা এই চিকিৎসক বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এ্যান্ড সার্জন্স (বিসিপিএস) এর সভাপতি।
×