ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিরোধী দল দমনে ব্যবহার হচ্ছে দুদক ॥ রিজভী

প্রকাশিত: ০৫:১৭, ১৭ মার্চ ২০১৮

 বিরোধী দল  দমনে ব্যবহার  হচ্ছে  দুদক ॥  রিজভী

স্টাফ রিপোর্টার ॥ আপীল করে খালেদা জিয়ার জামিন আদেশ আটকে দেয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটি এখন বিরোধী দল দমনে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। শুক্রবার দুপুরে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে লিভ টু আপীল করে দুদক আবারও প্রমাণ করল তারা সরকারের প্রতিহিংসা চরিতার্থ করছে। বাংলাদেশ ব্যাংক লুট হলো, সরকারী ব্যাংক লুট হয়ে ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, অথচ দুদক এক্ষেত্রে উটপাখির মতো বালিতে মাথা গুঁজে রেখেছে। মামলা করা তো দূরে থাক এদের বিরুদ্ধে একটা শব্দও মুখ থেকে বের হয় না। খালেদা জিয়ার মামলায় ন্যায়বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, যেভাবে নি¤œ আদালতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে ন্যায়বিচার পাওয়ার আশা খুবই ক্ষীণ হয়ে পড়ছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে চার দিনের রিমান্ডে নেয়ায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, এই রিমান্ড মঞ্জুর এক অজানা আতঙ্ক সৃষ্টি করে দেশের মানুষের মধ্যে। কারণ ইতোমধ্যে রিমান্ডে নির্যাতনের পর ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনকে কারাগারে পাঠিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আর মিলনের মৃত্যু নিয়ে পুলিশ মহাপরিদর্শকের বক্তব্য সত্যের অপলাপ। কারণ, আইজিপি বলেছেন, কারাগারে নয়, হাসপাতালে মারা গেছেন মিলন। মামলার ফাঁদে ফেলে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চাচ্ছে সরকার- মওদুদ ॥ মামলার ফাঁদে ফেলে সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করার প্রতিবাদে ‘নাগরিক প্রতিবাদ’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মওদুদ বলেন, একদিকে সরকার বলছে বিএনপি নির্বাচনে আসুক, আবার বিএনপি সভা-সমাবেশ করতে গেলে অনুমতি দেয়া হয় না। আমরা ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত।
×