ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আহতদের উন্নত চিকিৎসার জন্য দক্ষ মেডিক্যাল টিম প্রস্তুত ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৬, ১৭ মার্চ ২০১৮

আহতদের উন্নত চিকিৎসার জন্য দক্ষ মেডিক্যাল টিম প্রস্তুত ॥  স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য সব কিছু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমরা ব্যথিত ও শোকাহত । আহতদের যথাযথ চিকিৎসাসেবা প্রদান এবং নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই মনিটরিং করছেন। দুর্ঘটনার পরই তিনি বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। বার্ন ও অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি দক্ষ মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে। আহতদের চিকিৎসার ভার নেবে সরকার। শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন বিমান দুর্ঘটনায় আহত শেহরিনকে দেখার পর সংবাদ বিফ্রিংয়ে এ কথা বলেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাবিবুর রহমান খান, বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিষয়ে জাতীয় প্রধান সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা উন্নয়ন) এনায়েত হোসেন, শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠান হবে। ৮ সদস্যের মেডিক্যাল টিম গঠন করে নেপাল পাঠান হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তিনি বলেন, এই বিমান দুর্ঘটনায় আমরা অনেক সন্তানকে হারিয়ে, অনেক ভাই-বোনকে হারিয়েছি। এমনকী অনেক তরুণ-তরুণী, যারা ফাইনাল পরীক্ষা দিয়ে বেড়াতে গিয়েছিলেন তাদের মতো মেধাবীদেরকে হারিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এ সময় শেহরিনের চিকিৎসা কক্ষে সাংবাদিকদের প্রবেশ না করার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের দেখতে হাসপাতালে ভিড় জমান যাবে না। এখানে ভিড় করলে চিকিৎসায় ব্যাঘাত ঘটে, রোগীর আত্মীয়-স্বজনরাও অস্বস্তি অনুভব করেন। এ সময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এনায়েত হোসেন বলেন, নেপালে আমাদের যে প্রতিনিধি দল গেছে, তারা আহতদের অবস্থা পর্যবেক্ষণ করে সার্বিক তথ্য জানিয়েছেন। তাদের দেয়া রেকর্ড অনুযায়ী, আহতদের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটাপন্ন। আর তিনজন আজ (শুক্রবার) দেশে আসছেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে আটজনের ডিএনএ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া অন্যদের ডিএনএ স্যাম্পল নিয়ে প্রোফাইলিং করে তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। উল্লেখ্য, গত ১২ মার্চ দুপুরে ঢাকা থেকে ৭১ আরোহী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। এতে ৫১ জন আরোহী নিহত হন। উড়োজাহাজে চার ক্রুসহ ৩৬ বাংলাদেশী ছিলেন। এদের ২৬ জনই মারা গেছেন। বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে আজ ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ শনিবার দেশের সব সরকারী হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের জারিকৃত এক প্রজ্ঞাপনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগ খোলা রেখে জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বলা হয়েছে। দুপুর ১২টা থেকে ১টার মধ্যে হাসপাতালগুলোতে ‘শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য’ সম্পর্কে আলোচনা সভার আয়োজনের জন্য প্রজ্ঞাপনে নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়াও ১৭ মার্চ সরকারী হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
×