ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মন্দির, মসজিদ গির্জা, বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা

প্রকাশিত: ০৫:০৯, ১৭ মার্চ ২০১৮

মন্দির, মসজিদ গির্জা, বৌদ্ধ বিহারে  বিশেষ প্রার্থনা

স্টাফ রিপোর্টার ॥ নেপাল ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে সারাদেশে সব ধর্মের উপাসনালয়ে হয়েছে বিশেষ প্রার্থনা। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হয় বিশেষ মোনাজাত। একই দিন সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন ও সকালে মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রার্থনার আয়োজন করে। রাজধানীর কেন্দ্রীয় গির্জা বলে পরিচিত কাকরাইলের সেইন্ট মেরিস ক্যাথেড্রালেও বিশেষ প্রার্থনা পরিচালিত হয়েছে। উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বৃহস্পতিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। শুক্রবার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে নেয়া হয় বিশেষ প্রার্থনার কর্মসূচী। সকালে ঢাকেশ্বরী মন্দিরে জাতীয় পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজিত বিশেষ প্রার্থনায় অংশ নেন সাংসদ পঙ্কজ দেবনাথ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জি, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, প্রাক্তন সভাপতি স্বপন কুমার সাহাসহ কেন্দ্রীয় নেতারা। প্রার্থনা পরিচালনা করেন ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত মিলন চক্রবর্তী। ধর্মগ্রন্থ গীতার বিভিন্ন শোক পাঠ করে তিনি হতাহতদের জন্য বিশেষ প্রার্থনা করেন। ডি এন চ্যাটার্জি বলেন-নেপালে দুর্ঘটনায় যারা চলে গেলেন, তাদের পরিবারকে সমবেদনা জানানো বড় কঠিন বিষয়। যারা স্বজন হারিয়েছেন, কেবল তারাই জানবেন সে যন্ত্রণা। আমরা মা ঢাকেশ্বরীর কাছে প্রার্থনা করব, নিহতদের সকলের আত্মা যেন নির্বাণ লাভ করে। আহতরাও যেন দ্রুত সেরে উঠে। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের উদ্যোগে মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা শুরু হয় বেলা ১১টায়। প্রার্থনা পরিচালনা করেন বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথেরো।
×