ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামী সংসদ নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে ॥ সিইসি

প্রকাশিত: ০৫:০৮, ১৭ মার্চ ২০১৮

আগামী সংসদ  নির্বাচন হবে  সব দলের অংশগ্রহণে ॥ সিইসি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সব দলের অংশগ্রহণেই। এ লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। যেহেতু এখন পর্যন্ত কোন দলই বলেনি নির্বাচনে অংশ নেবে না; সেক্ষেত্রে আশা করা হচ্ছে সকল দল নির্বাচনে অংশ নেবে। শুক্রবার সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেক্ষেত্রেও প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। স্মার্ট কার্ড বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্মার্ট কার্ড সুন্দরভাবে তৈরি হচ্ছে। এ কাজে অনিয়ম করায় ইতোমধ্যে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়া হবে। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাতের সঞ্চালনায় শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
×