ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর্মী সমর্থকরা এখন বিএনপি ছাড়ছেন ॥ কাদের

প্রকাশিত: ০৫:০৭, ১৭ মার্চ ২০১৮

কর্মী সমর্থকরা এখন বিএনপি ছাড়ছেন ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জোয়ারের দিন শেষ, এখন ভাটার টান। আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোন ভয় নেই। শেখ হাসিনার উন্নয়নে, অর্জনে জনগণ খুশি। দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও পরিশ্রমী নেতৃত্বের জন্য খুশি। দেশে ব্যাপক উন্নয়ন দিয়ে নির্বাচনের ভয়-সংকোচ জয় করেছে আওয়ামী লীগ। তাই আগামী নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র। বিএনপির হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেয়ার অপেক্ষায় রয়েছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন তাদের নিজেদের মধ্যে, তাদের গোড়া সমর্থকদের মধ্যে। সাধারণ মানুষ বিএনপিকে চায় না। এমনকি আগে যারা বিএনপি সমর্থন করত, কর্মী-সমর্থকেরাও এখন বিএনপি ছেড়ে যাচ্ছেন। তিনি বলেন, সারাদেশে আমাদের নেতারা, জনপ্রতিনিধিরা জানাচ্ছেন যে, ওমুক জায়গায় বিএনপির নেতাকর্মীরা যোগ দিতে চান। তবে নেত্রীর কাছে থেকে আমরা গ্রীন সিগন্যাল পাইনি, এ কারণে আমরা সেই যোগদানে এখনো সম্মত হতে পারছি না। শুক্রবার ধানম-ি ৩২ নম্বর সড়কের রাসেল স্কয়ারে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এত চেষ্টা করেছে একটা আন্দোলন করার জন্য, কিন্তু মানুষ তাতে সাড়া দেয়নি। তার কারণ হচ্ছে, এ দেশের জনগণ বিএনপির নেতিবাচক রাজনীতিকে পছন্দ করে না, প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, আমরা জানি এবং বিশ্বাস করি যে, এ দেশের জনগণ বিএনপি নামক বিষফোঁড়ার দলটিকে প্রত্যাখ্যান করেছে। বিএনপির আন্দোলনের ডাকে জনগণ সাড়া দিচ্ছে না। কাজেই বিএনপির কোন নেতা কী বলল, সরকারের বিরুদ্ধে বিষোদগার করল, এ নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই। আমাদের মাথাব্যথা, কীভাবে আমাদের চলমান উন্নয়নের কাজগুলো সমাপ্ত করব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ মানুষের মন জয় করার চেষ্টা করছে। আর বিএনপি নির্বাচন ভ-ুল করার ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচনে জনগণের আস্থা অর্জনের জন্য আমরা তরুণ ভোটার, মহিলা ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছি। আর বিএনপি এখন ষড়যন্ত্রের পথে এগোচ্ছে। দেশী-বিদেশী নানা মহলের সঙ্গে ওঠবস করছে, কীভাবে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে ভ-ুল করা যায়, এ ব্যাপারে গোপন বৈঠক করছে। সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে, ২০১৪ সালের ৫ জানুয়ারির সেই দিন আর এদেশে ফিরে আসবে না। পেট্রোলবোমার রাজনীতি এই দেশের মানুষ চায় না। যারা বোমা মেরে মানুষ হত্যা করে, এই দেশের মানুষ তাদের কোনদিন গ্রহণ করবে না। তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেশে-বিদেশে পরিচিতি লাভ করেছে। আর এ জন্যই দেশের মানুষ বিএনপির আন্দোলনের ডাকে কোন সাড়া দিচ্ছে না। তারা (বিএনপি) জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে দেশী-বিদেশী শক্তির সহায়তায় দেশকে অস্থিতিশীল করে আগামী নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে হতাহতদের প্রসঙ্গ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। গত দুই দিন ধরে দিন-রাত তিনি এ কাজে ব্যস্ত রয়েছেন। সব সময় খোঁজ খবর রাখছেন। কিভাবে হতাহতদের দেশে ফিরিয়ে আনা যায়, সুচিকিৎসার ব্যবস্থা করা যায় তা নিয়ে কাজ করছেন। তিনি বলেন, এখন আমাদের মূল দায়িত্ব নিহতদের লাশ দ্রুত ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা এবং দাফন সম্পন্ন করা। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দরিদ্রদের মধ্যে ১০০ রিক্সা-ভ্যান বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপ-পরিষদের চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য এসএম কামাল হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। শীঘ্রই মরদেহ দেশে আনা হবে ॥ এদিকে সকালে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন শাহরিন আহমেদকে দেখতে গিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলার জন্য গিয়েছি। আমি তাদের আশ্বস্ত করেছি শীঘ্রই মরদেহ দেশে আনা হবে, পাশাপাশি আহতদের দেশে এনে সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। মন্ত্রী শয্যাপাশে থেকে শাহরিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। হাসপাতাল থেকে বের হয়ে সেতুমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, আমাদের আট সদস্যের মেডিক্যাল প্রতিনিধি দল নেপালে গেছেন। আহত তিনজন দেশে এসেছেন। নেপালে নিহতদের ময়নাতদন্ত-ডিএনএ টেস্ট করার কাজ ধীরগতিতে চলছিল। আমাদের চিকিৎসক প্রতিনিধি দল যাওয়ার পর গতি এসেছে। ওবায়দুল কাদের বলেন, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও সুস্থ হয়ে উঠছেন শাহরিন। তিনি (শাহরিন) আমাকে বললেন, এটা তার জীবনে একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্স। এর মধ্যেও তিনি টিকে আছেন। এটা আসলে বিরাট ব্যাপার। তিনি আমাকে বলেছেন, দোয়া করার জন্য। প্রসঙ্গত, শাহরিন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
×