ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ১৬৭ ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস

প্রকাশিত: ০৪:১৯, ১৭ মার্চ ২০১৮

কুমিল্লায় ১৬৭ ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা শহরের ১৬৭টি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায়, এগুলোকে পরিত্যক্ত ও নিষিদ্ধ ঘোষণা করে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। তবু এসব ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করছে কয়েক শ’ পরিবার। এসব ভবন ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে কুসিক। কিন্তু ভবন মালিকরা এই নির্দেশের তোয়াক্কা না করেই বসবাস করছেন। কেউ কেউ আবার ভাড়াও দিচ্ছেন ঝুঁকিপূর্ণ এসব ভবন। আর কম টাকায় ভাড়া পাওয়ায় লুফে নিচ্ছেন ভাড়াটিয়ারা। বিশেষজ্ঞদের মতে, অল্প মাত্রার ভূমিকম্প হলেও এসব ভবন ভেঙ্গে যেতে পারে। তাই ঝুঁকি এড়াতে যত দ্রুত সম্ভব এসব ভবন ভেঙ্গে ফেলতে হবে। কুসিকের প্রধান প্রকৌশলী সফিকুল ইসলাম ভুঁইয়া বলেন, তালিকা করে ঝুঁকিপূর্ণ ভবন খালি করার জন্য মালিকদেরকে তিনবার চিঠির মাধ্যমে জানান হয়েছে।
×