ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে ওয়াক্ফ সম্পত্তি বেদখল

প্রকাশিত: ০৪:১৮, ১৭ মার্চ ২০১৮

ময়মনসিংহে ওয়াক্ফ  সম্পত্তি বেদখল

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহে বেদখল হয়ে যাচ্ছে জনকল্যাণে নিয়োজিত বেশ কিছু ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি। প্রভাবশালী একটি মহল নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নানা অজুহাতে দখল করে নিচ্ছে এসব জমি। উদ্ধারের জন্য মামলা হলেও প্রশাসনের অবহেলায় সমাধান হয়নি তা। এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে জনমনে। ময়মনসিংহে রয়েছে, এমন বেশ কিছু নিবন্ধিত ওয়াক্ফ এস্টেট। যার জমি মানুষের কল্যাণে ব্যবহারের কথা থাকলেও অসাধু চক্রের কারণে বেহাত হতে বসেছে তা। এমনই একটি প্রতিষ্ঠান হলো সৈয়দ নেছার হোসেন রিজভী ওয়াক্ফ এস্টেট। প্রতিষ্ঠানটির জমি আছে প্রায় ৫ একর। যার ৩৪ শতাংশ জমি মাসে ২২৫ টাকায় ভাড়া নিয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করে কিছু লোক। কিন্তু গেল বিশ বছরেও নির্ধারিত ভাড়ার কানাকড়িও পরিশোধ করেনি প্রবাহ বিদ্যা নিকেতন নামে সেই স্কুল কর্তৃপক্ষ। উল্টো জমির একটি অংশ, মোটা অঙ্কের টাকায় ভাড়া দিয়েছে তৃতীয় পক্ষের কাছে। স্কুলটিও চলে নামমাত্র। এ অবস্থায় স্কুলের কর্তৃপক্ষের কাছে জমি ফেরতের দাবি জানিয়েছে ওয়াক্ফ’র কর্মকর্তারা। একই ওয়াক্ফের অন্য একটি জমিতে গড়ে ওঠা গাঙ্গিনারপাড় হকার্স মার্কেট লিজ নেয় স্থানীয় প্রভাবশালীরা। তারা ব্যবসায়ীদের কাছ দোকান প্রতি লাখ টাকার বেশি জামানত ছাড়াও মাসে ভাড়া নেন ১০ থেকে ১২ হাজার টাকা। অথচ ওয়াক্ফকে দিচ্ছেন মাত্র বিশ থেকে এক শ’ টাকা। জেলা প্রশাসক বলছেন, ওয়াক্ফ এস্টেটগুলোর সম্পত্তি উদ্ধারের কাজ শুরু হয়েছে।
×