ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এশিয়ান গেমস বাছাই হকির ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪০, ১৬ মার্চ ২০১৮

এশিয়ান গেমস বাছাই  হকির ফাইনালে  বাংলাদেশ

রুমেল খান ॥ দুই দলের র‌্যাংকিংয়ের তফাতটা খুব বেশি নয়। সেজন্যই লড়াইটা হলো হাড্ডাহাড্ডি। তবে র‌্যাংকিংয়ে যে দলটি এগিয়ে (৩০), তারাই শেষ পর্যন্ত হাসলো বিজয়ীর হাসি। অথচ পরাজিত দলই (র‌্যাংকিং ৩৮) কিনা খেলায় এগিয়ে গিয়েছিল দু-দু’বার! এশিয়ান গেমস হকির বাছাইপর্বে ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। বৃহস্পতিবার রাতে ওমানের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচটি তাদের জন্য ছিল ফাইনালে ওঠার লড়াই। ফাইনালে নাম লেখাতে তাদের বাধা ছিল শ্রীলঙ্কা। তাদের বিরুদ্ধে ৩-২ গোলের ঘাম ঝরানো জয়ে অবশেষে ফাইনালে উঠেছে লাল-সবুজ বাহিনী। অপর সেমিতে স্বাগতিক ওমান ৮-০ গোলে বিধ্বস্ত করে থাইল্যান্ডকে। আগামী ১৭ মার্চ ফাইনালে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলায় বাংলাদেশের দু’-দুবার পিছিয়ে পড়েও জেতাটা ছিল কৃতিত্বপূর্ণ। তারা গোল তিনটি করে শেষ ২১ মিনিটে। প্রথম কিংবা দ্বিতীয় কোয়ার্টারে কোন দলই গোল করতে পারেনি। গোল হয় তৃতীয় কোয়ার্টারে। ৩৪ মিনিটে সুদু সিংহের গোলে লিড নেয় শ্রীলঙ্কা (১-০)। ৪৯ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ (১-১)। তবে পরের মিনিটেই রানাসিঙ্গে ধাম্মিকার পেনাল্টি স্ট্রোকে আবার এগিয়ে যায় শ্রীলঙ্কা (২-১)। ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ফের রোমান সরকারের গোলে আবারও সমতায় ফেরে বাংলাদেশ (২-২)। ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে মিলন হোসেন ফিল্ড গোল করলে স্বস্তির জয়ের সঙ্গে ফাইনালে ওঠার ছাড়পত্রও পেয়ে যায় মাহবুব হারুনের শিষ্যরা (৩-২)। সেমিফাইনালের আগে ‘এ’ গ্রুপে বাংলাদেশ ৫-০ গোলে থাইল্যান্ডকে, ৫-১ গোলে হংকংকে এবং ২৫-০ গোলে আফগানিস্তানকে হারায়। সেই সঙ্গে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে খেলাও নিশ্চিত করে। পক্ষান্তরে সেমির আগে শ্রীলঙ্কা তাদের গ্রুপ (‘বি’) ম্যাচে কাজাখস্তানকে ৬-০ গোলে হারিয়ে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক-শক্তিশালী ওমানের কাছে ১-৫ গোলে হেরে হোঁচট খায়। তৃতীয় ও শেষ ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-১ গোলে হারিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর পাশাপাশি ‘বি’ গ্রুপের রানার্সআপ হওয়াটা নিশ্চিত করে এবং নাম লেখায় শেষ চারে। বাংলাদেশ টুর্নামেন্টে এ পর্যন্ত সবচেয়ে বেশি দলীয় গোল (৩৮) করেছে। আর সবচেয়ে কম গোলও (৩) হজম করেছে (সবচেয়ে বেশি গোল হজম করেছে আফগানিস্তান, ৬৭টি)। আগামী ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে এশিয়ান গেমস। ইন্দোনেশিয়ার টিকেট পেতে ওমানে লড়ছে ১২ দল। বাংলাদেশ, স্বাগতিক ওমান, সিঙ্গাপুর, চায়নিজ তাইপে, হংকং, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, ইরান এবং আজারবাইজানের সঙ্গে আছে আরও দুটি দেশ। সর্বশেষ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ হয়েছিল ষষ্ঠ। এবার বাছাইপর্বে সেরা চারে থাকার চ্যালেঞ্জ। ৫টি দল বাছাইপর্ব থেকে এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
×