ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৯ রুশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৭:৪৫, ১৬ মার্চ ২০১৮

১৯ রুশের ওপর  যুক্তরাষ্ট্রের  নিষেধাজ্ঞা

জনকণ্ঠ ডেস্ক ॥ ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং সাইবার হামলার অভিযোগে রাশিয়ার ১৯ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই ১৯ জনের মধ্যে গত মাসে রাশিয়াবিষয়ক তদন্তকারী বিশেষ কর্মকর্তা রবার্ট মুলারের অভিযুক্ত ১৩ জন আছে। -খবর বিবিসি ও নিউজ ইয়াহুর। তাছাড়া, মস্কোর গোয়েন্দা সেবাসহ ৫টি গ্রুপও এ নিষেধাজ্ঞার আওতায় আছে। মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মিউচিন বৃহস্পতিবার এ কথা জানিয়ে বলেছেন, রাশিয়ার অস্থিতিশীল কর্মকা-ের জন্য তাদের শাসকগোষ্ঠী এবং সরকারী কর্মকর্তাদের ওপরও বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে এ নিষেধাজ্ঞা কখন আরোপ করা হবে সে সম্পর্কে কিছু বলেননি মিউচিন। তিনি কেবল বলেন, নিষেধাজ্ঞা কবলিত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থায় ঢুকতে পারবে না। মস্কোর বিরুদ্ধে এ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের নেয়া এটিই সবচেয়ে কঠোর ব্যবস্থা। এক বৃতিতে মিউচিন বলেন, “রাশিয়ার সাইবার তৎপরতা, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ প্রচেষ্টা, ধ্বংসাত্মক সাইবার হামলা প্রশাসন মোকাবেলা করছে।” যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিং এবং প্রচারণার মধ্য দিয়ে হস্তক্ষেপ করেছে বলে উপসংহার টেনেছে। তবে রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, মস্কো নতুন নিষেধাজ্ঞার ব্যাপারে নীরব রয়েছে। মস্কো পাল্টা পদক্ষেপের প্রস্তুতি নিতে শুরু করেছে বলেও জানান রিয়াবকভ।
×