ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেপাল দুর্ঘটনার তদন্তে দীর্ঘ সময় লাগতে পারে ॥ বেবিচক চেয়ারম্যান

প্রকাশিত: ০৭:৩৯, ১৬ মার্চ ২০১৮

নেপাল দুর্ঘটনার  তদন্তে দীর্ঘ সময় লাগতে পারে  ॥ বেবিচক চেয়ারম্যান

বিডিনিউজ ॥ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান বলেছেন, নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনার তদন্তে দীর্ঘ সময় লেগে যেতে পারে। বৃহস্পতিবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) নিয়মানুযায়ী ৩৬৫ দিনের মধ্যে এ ধরনের তদন্ত শেষ করতে হয়। প্রয়োজনে আরও বেশি সময় নেয়া যেতে পেরে। সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশী। ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের ওই উড়োজাহাজটি কেন দুর্ঘটনায় পড়ল, তা এখনও স্পষ্ট নয়। তবে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে পাইলটের শেষ মুহূর্তের কথোপকথনের একটি রেকর্ড প্রকাশ পেয়েছে, যাতে মনে হয় রানওয়েতে নামা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়ে থাকতে পারে। ত্রিভুবন কর্তৃপক্ষ বলেছে, যে দিক দিয়ে বিমানটির রানওয়েতে নামার কথা ছিল, পাইলট নেমেছেন তার উল্টো দিক দিয়ে। অন্যদিকে ইউএস-বাংলা কর্তৃপক্ষ এ দুর্ঘটনার জন্য ত্রিভুবনের নিয়ন্ত্রণ কক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে। সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলেন, ‘এই তদন্ত করছে নেপাল। আমাদের টিম তাদের সঙ্গে যোগাযোগ রাখবে। এই প্রক্রিয়া চলামান থাকবে।’ তিনি জানান, বুধবার পর্যন্ত নিহতদের মধ্যে ১৯ জনের ময়নাতদন্ত শেষ হয়েছে। বাকিদের ময়নাতদন্তে আরও কয়েক দিন লাগবে। মরদেহ শনাক্ত হলে পর্যাক্রমে দেশে আনা হবে। মরদেহ যেন দ্রুত আনা যায়, সেজন্য তারা কাজ করছেন। সিভিল এভিয়েশনের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) মোস্তাফিজুর রহমান ও পরিচালক (ফ্লাইট সেফ্টি) চৌধুরী জিয়াউল কবির এ সময় উপস্থিত ছিলেন। সানজিদার বাড়িতে জেলা প্রশাসক যশোর অফিস জানায়, নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত সানজিদা হক বিপাশার উপশহরের বাড়িতে যান যশোরের জেলা প্রশাসক মোঃ আবদুল আওয়াল। তিনি ওই বাড়িতে থাকা বিপাশার শোকসন্তপ্ত স্বজনদের সমবেদনা জানান। বৃহস্পতিবার বেলা একটার দিকে জেলা প্রশাসক উপশহর এ ব্লকের ২৪৫ নম্বর বাড়িতে হাজির হন। তিনি সাংবাদিকদের বলেন, উড়োজাহাজ দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের নিহত হওয়ার ঘটনা খুবই বেদনাদায়ক। আমি রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ করতে এসেছি। এই পরিবারের পাশে রাষ্ট্র ও সরকার থাকবে। যশোরের মেয়ে সানজিদা হক বিপাশা (৩৮) সুশাসনের জন্য নাগরিক (সুজনের) প্রোগ্রাম অফিসার হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। তার স্বামী মোঃ রফিকুজ্জামান (৪৫) ব্যবসায়ী। একমাত্র ছেলে মোঃ অনিরুদ্ধ জামান (৮) দ্বিতীয় শ্রেণীর ছাত্র। এরা গত সোমবার কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় তারা প্রাণ হারান।
×