ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দর থেকে ২৫ পণ্যবাহী কন্টেনার উধাও

প্রকাশিত: ০৭:০২, ১৬ মার্চ ২০১৮

চট্টগ্রাম বন্দর থেকে ২৫  পণ্যবাহী কন্টেনার উধাও

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যবাহী ২০ থেকে ২৫টি কন্টেনারের হদিস মিলছে না। গত ১৭ মাসে ৫ হাজার ৫৮৪টি চালানের শুল্ক জমা না হওয়ার কারণ খতিয়ে দেখতে গিয়ে, কাস্টমস কর্তৃপক্ষের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। আর হদিস না মেলা কন্টেনারের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে কাস্টমস কর্তৃপক্ষ। কমিশনারের আশঙ্কা, এতে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি ছাড়াও অবৈধ কিংবা নিষিদ্ধ পণ্য খালাসের ঘটনা ঘটে থাকতে পারে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, তালিকা পেলে তারা খতিয়ে দেখবেন বিষয়টি। প্রতিদিন চট্টগ্রাম বন্দর নামছে আমদানি পণ্যবাহী কয়েক হাজার কন্টেনার। এসব কন্টেনারের বিপরীতে, বন্দরে জাহাজ ভেড়ার ২৪ ঘণ্টা থেকে কয়েকদিনের মধ্যে কাস্টমসে দাখিল করতে হয় বিল অব লেডিং বা চালানপত্র। তবে এক্ষেত্রে বড় ধরনের অসঙ্গতি ধরা পড়েছে কাস্টমস কর্তৃপক্ষের অনুসন্ধানে। ২০১৬ সালের পয়লা জুলাই থেকে গেল বছরের ৩০ নবেম্বর পর্যন্ত, ৫ হাজার ৫৮৪টি চালান শনাক্ত হয়েছে, যেগুলোর কেবল আইজিএম দাখিল হয়েছে। আর বিল অব লেডিং জমা না হওয়ায় শুল্কায়ন সম্ভব হয়নি। ফলে রাজস্ব পায়নি সরকার। কাস্টম কমিশনার জানিয়েছেন, অটোমেশন সিস্টেমে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ইতোমধ্যে ২০ থেকে ২৫টি কন্টেনারের অস্তিত্ব পাওয়া যায়নি। তার আশঙ্কা, হদিস না মেলা কন্টেনারের সংখ্যা হতে পারে আনুমানিক ১ হাজার। বন্দরের রয়েছে নিরাপত্তা বেষ্টনী। যেখান থেকে ব্যাপক যাচাই-বাছাই করে পণ্য খালাস দেয়া হয়। যদিও এর মধ্যেই ইতোপূর্বে কন্টেনার খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে কয়েকটি। তাই বিপুলসংখ্যক কন্টেনারের হদিস না পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বন্দর বিশেষজ্ঞরা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, তালিকা পেলে বিষয়টি খতিয়ে দেখবেন তারা।
×