ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসসির মুনাফা ৩২ শতাংশ বেড়েছে

প্রকাশিত: ০৬:৫৮, ১৬ মার্চ ২০১৮

  বিএসসির মুনাফা ৩২ শতাংশ বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছর একই সময় থেকে ৩২ শতাংশ বেড়েছে। জানা গেছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত (জুলাই-ডিসেম্বর’১৭) পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭০ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ০.৫৩ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ০.১৭ টাকা বা ৩২ শতাংশ বেড়েছে। এ দিকে ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪০ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ০.২৪ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ০.১৬ টাকা বা ৬৭ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩.৪০ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×