ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারের বড় উত্থান

প্রকাশিত: ০৬:৫৭, ১৬ মার্চ ২০১৮

পুঁজিবাজারের বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। মূল্যসূচক ও লেনদেনের পাশাপাশি এ দিন উভয় বাজারে লেনদেন হওয়া সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ২৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৩টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ১৮টির। জানা গেছে, দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দু’টি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৬ পয়েন্টে অবস্থা করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৮ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৫৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২২৪ কোটি ৮ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১১৪ কোটি ৫১ লাখ টাকা। জানা গেছে, বৃহস্পতিবার ব্যাংক খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৯টির বা ৯৭ শতাংশের এবং ১টি বা ৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। কোন ব্যাংকের শেয়ার দরই এ দিন কমেনি। শেয়ার দরে সর্বোচ্চ বেড়েছে ডাচ্বাংলা ব্যাংকের। ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৩.৭০ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ৩.২০ টাকা বেড়েছে সিটি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার দর। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের ১৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল। লেনদেনে এরপর রয়েছে- মুন্নু সিরামিক, মার্কেন্টাইল ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মাসিটিক্যাল, ঢাকা ব্যাংক এবং নাহি এ্যালুমেনিয়াম। অন্যদিকে এ দিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২০ কোটি ৪২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ১১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৯ কোটি ১৮ লাখ টাকা। এ দিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৪০ দশমিক ৮৮ পয়েন্টে বেড়ে ১০ হাজার ৬৬১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৩২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৬৫৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৯১ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৬৫ পয়েন্টে অবস্থান করছে। এ দিন সিএসইতে লেনদেন হওয়া ২১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৩৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এ দিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, কুইন সাউথ টেক্সটাইলস মিলস লিমিটেড, স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, কেয়া কসমেটিক্স, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বেক্সিমকো এবং জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড।
×