ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমবাপের জোড়া গোলে শিরোপার আরও কাছে পিএসজি

প্রকাশিত: ০৬:২৮, ১৬ মার্চ ২০১৮

এমবাপের জোড়া গোলে  শিরোপার আরও কাছে পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে দাপট অব্যাহত রেখেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। বুধবার নিজেদের মাঠে তারা ২-১ গোলে হারিয়েছে এ্যাঞ্জার্সকে। এই ম্যাচে দুটি গোলই করেছেন পিএসজির ফরাসী তারকা কিলিয়ান এমবাপে। এই জয়ের ফলে ফ্রেঞ্চ লীগ ওয়ানের পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা মোনাকোর চেয়ে ১৭ পয়েন্ট এগিয়ে গেছে পিএসজি। ফ্রেঞ্চ লীগ ওয়ানে গত কয়েক বছর ধরেই রাজত্ব করছে প্যারিসের জায়ান্ট ক্লাবটি। এবার তাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লীগ। কিন্তু সেই স্বপ ভেঙ্গে চুরমার করে দেয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে পড়ার পর নিজেদের প্রথম ম্যাচে মেটজকে ৫-০ গোলে হারিয়েছিল পিএসজি। এবার এমবাপের জোড়া গোলে দ্বিতীয় ম্যাচেও জয় পেল প্যারিস ক্লাবটি। বুধবার নিজেদের মাটিতে এ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচের বেশিরভাগ সময়ই ১০ জন নিয়ে খেলতে হয় পিএসজিকে। তার মধ্যে একাদশে ছিলেন না দলের সেরা তারকা নেইমার। তবে তাদের অনুপস্থিতি বুঝতে দেননি এমবাপে। ম্যাচের শুরুর দিকেই সাবেক মোনাকো তারকার গোলে এগিয়ে যায় প্যারিস জায়ান্টরা। ১২ মিনিটে ডি-বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে প্রথম গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান এমবাপে। তার দশ মিনিট পর আবারও ডিফেন্ডার লেইভিন কুরজাওয়ার বাড়ানো বল পেয়ে ডান পায়ে শট করে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির এই ফরাসী ফরোয়ার্ড। এর মাঝে ১৬ মিনিটেই দেখা দেয় বিপত্তি। রোমেইন থমাসকে ফাউল করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির মিডফিল্ডার থিয়াগো মোত্তা। প্রথমার্ধের বাকি সময়টাতে দুই দলের কারোরই আর তেমন কোন গোলের সুযোগ তৈরি হয়নি। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে গোল খেয়ে বসে পিএসজি। টাইটের ক্রসে পায়ের ফাঁক দিয়ে এ্যাঞ্জার্সের হয়ে গোল করেন টোকো একাম্বি। তবে পরের সময়টাতে অবশ্য আর কোন গোলের দেখা পায়নি কেউ। এর ফলে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় এ্যাঞ্জার্সকে। অন্যদিকে পার্ক ডি প্রিন্সেসে টানা ১৬তম ম্যাচ জয়ের রেকর্ড গড়ে পিএসজি। এতে দারুণ সন্তুষ্ট স্বাগতিকরা। ম্যাচের শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে পিএসজির অভিজ্ঞ কোচ উনাই এমেরি বলেন, ‘আমরা শিরোপা জিততে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য। সেই পথেই এগিয়ে চলছি আমরা। আমাদের কাছে এই চ্যাম্পিয়নশিপ জেতাটাই এখন খুব গুরুত্বপূর্ণ। এ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচে মোত্তাকে ছাড়াও দল দারুণভাবে খেলেছে। ম্যাচের শেষ মুহূর্তে আমাদের ভুগতে হয়েছে কিন্তু তারপরও যোগ্য দল হিসেবেই ম্যাচটা জিতেছি আমরা।’ এ্যাঞ্জার্সের বিপক্ষে জয়ের ফলে মৌসুমের প্রথম ৩০ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহে ৮০ পয়েন্ট। অবস্থান যথারীতি সবার ওপরে। ফ্রেঞ্চ লীগ ওয়ানের দ্বিতীয় অবস্থানে আছে মোনাকো। পিএসজির চেয়ে ১ ম্যাচ কম খেলা মোনাকোর দখলে ৬৩ পয়েন্ট। লীগ টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মার্সেই এবং লিওন।
×