ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাতার থেকে ফিরল ফুটবলাররা

প্রকাশিত: ০৬:২৬, ১৬ মার্চ ২০১৮

কাতার থেকে ফিরল ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার ॥ দেশ স্বাধীন হবার পরের বছরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জন্ম। সেই থেকে আজ পর্যন্ত যা হয়নি, এবার সেটাই হয়েছে। অতীতে দেখা গেছে জাতীয় দল গঠন করে তাদের অনুশীলন করানো হয়েছে ঢাকা বা বিকেএসপিতে। এবারও সেটা হয়েছে। কিন্তু তার সঙ্গে যোগ হয়েছে নতুন আরেকটি দিক, সেটা হলো এই প্রথমবারের মতো লাল-সবুজ বাহিনী নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অনুশীলন করেছে বিদেশের মাটিতে! বিষয়টিতে নতুনত্ব এখানেই। সেই প্রক্রিয়াটাই শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি। বিমানযোগে কাতারের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৪-১৫ সেপ্টেম্বর পর্যন্ত ‘সাফ চ্যাম্পিয়নশিপ’-এর খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতির জন্য আগামী ২৭ মার্চ লাওসে অনুষ্ঠিত ‘ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ’-এর খেলায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল উন্নত প্রশিক্ষণের জন্য ২৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত সপ্তাহ দুয়েক কাতারে অবস্থান করে কন্ডিশনিং ক্যাম্পের জন্য। ১৫ মার্চ, অর্থাৎ বৃহস্পতিবার ভোরে দলটি বিমানযোগে ঢাকায় ফেরে। দলের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি জানানÑ যে উদ্দেশ্যে কাতার গিয়েছিল দল, তা সফল হয়েছে। দলের ফিটনেসে আমূল পরিবর্তন এসেছে। তবে দলের সঙ্গে ফেরেননি হেড কোচ এ্যান্ডু অর্ড। মূলত এএফসি কাপে ঢাকা আবাহনীর ম্যাচ দেখতে ভারতের বেঙ্গালুরুতে রয়ে গেছেন তিনি। এই ক্যাম্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে লাওসের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে জয় তুলে নিতে চায় বাংলাদেশ দল। বিকেএসপিতে প্রায় দুই সপ্তাহের অনুশীলন শেষে গত ২৪ সদস্যের দল নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করতে কাতার গিয়েছিলেন কোচ অর্ড। কাতারে যাবার আগে তিনি জানিয়েছিলেন, ‘বিদেশে একটা আলাদা অভিজ্ঞতা হবে। বিদেশীদের সঙ্গে থেকে কন্ডিশনিংটাও হয়ে যাবে সেই সঙ্গে বিদেশীদের সঙ্গে খেলে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাটাও হয়ে যাবে।’ সেই সঙ্গে ফিটনেসের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। গত দুই সপ্তাহে প্রত্যাশা অনুযায়ী কতটা পেয়েছেন? এ প্রসঙ্গে রক্সি জানান, ‘আমরা যে উদ্দেশ্য নিয়ে কাতার গিয়েছিলাম এবং কোচিং স্টাফদের সঙ্গে যে পরিকল্পনা করেছিলাম, তাতে আমরা সফল। ফিটনেসের সঙ্গে কন্ডিশন করে একটা টিমকে খাপ খাওয়ানো, সিনিয়র-জুনিয়র কম্বিনেশনে কাকে কিভাবে, কোন পজিশনে খেলানো যায়, সেই পরিকল্পনা অনুযায়ী ট্রেনিং করানো হয়েছে। সেদিক থেকে আমরা সবাই ভাল অবস্থায় আছি এবং দলের সবাই সুস্থ আছে।’ ২০১৬ সালের ১০ অক্টোবর ভুটানের কাছে ‘ঐতিহাসিক’ লজ্জাজনক হারের পর এটাই হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ২৭ মার্চ লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ। তবে প্রীতি ম্যাচের পেছনে সাফ চ্যাম্পিয়নশিপটাই বড় স্বপ্ন মামুনুলদের। এই টুর্নামেন্টে ভাল করতে টনিক হিসেবে কাজ করবে এই ক্যাম্প এমনটাই জানান রক্সি। লাওসের বিপক্ষে ম্যাচের আগে দুটি প্রীতি ম্যাচ খেলতে এ মাসের ১৯ তারিখ থাইল্যান্ড যাবে জাতীয় দল। সেখানে স্থানীয় ক্লাবের বিপক্ষে ২১ ও ২৩ মার্চ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অর্ডের শিষ্যরা। বর্তমানে সাভারের জিরানির বিকেএসপিতে অবস্থান করছে তারা। অর্ড কাতার সফরে নেন ২৪ ফুটবলার। যাদের প্রাথমিক তালিকায় রেখে প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলন শুরু করেছিলেন তিনি, তাদের মধ্যে বাদ দিয়েছেন ইতোমধ্যেই। এদের মধ্যে উল্লেখযোগ্য জাহিদ হোসেন, জুয়েল রানা, ইয়াসিন খান, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, তকলিস আহমেদ, পাশবন মোল্লা ও মতিন মিয়া। জাহিদ, জুয়েল রানা ও ইয়াসিনদের নাম প্রাথমিক তালিকায় থাকলেও তারা কেউ ক্যাম্পে যোগ দেননি। পারফরম্যান্স ভাল না থাকায় বাদ পড়েন মিতুল হাসান, আবু জাহেদ, জাবেদ খান, ফজলে রাব্বি ও আরিফ। ফিটনেস ভাল না থাকায় বাদ পড়েছেন তকলিস। কাতার থেকে ফেরার পর দলের সঙ্গে আরও কয়েকজন যোগ হবে এবং বাদও পড়তে পারেন ক’জন। তবে বাদ পড়লেই জাতীয় দলের দরজা কারও জন্যেই চিরতরে বন্ধ হয়ে যাবে তাও নয় জানিয়ে দিয়েছেন অর্ড। পারফরম্যান্স দেখাতে পারলে অবশ্যই তাকে দলে টেনে নেবেন তিনি।
×