ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ ইরানে যাচ্ছে ভলিবল দল

প্রকাশিত: ০৬:২৬, ১৬ মার্চ ২০১৮

আজ ইরানে যাচ্ছে ভলিবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২১-২৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র ম্যানস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। ২০১৬ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই শিরোপা অক্ষুণ্ণ রাখতে সর্বাত্মক চেষ্টা করছে ভলিবল ফেডারেশন। সে জন্য জাতীয় দলের জন্য প্রায় একমাস ইরানে কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা করেছে তারা। বাংলাদেশ ভলিবল দলের ইরানী কোচ আলিপোর আরজীর উদ্যোগেই এমনটা সম্ভব হচ্ছে। সেই লক্ষ্যে আজ শুক্রবার তেহরান যাচ্ছে জাতীয় ভলিবল দল। তেহরানের পাশাপাশি আরেকটি শহরেও প্রস্তুতি নেবেন দল। অনুশীলনের পাশাপাশি সেখানে ১৩টি ম্যাচও খেলবে জাবিররা। বাংলাদেশ জাতীয় ভলিবল দল ॥ হরষিৎ বিশ্বাস, সাঈদ আল জাবির, কায়সার হামিদ, মাসুদ হোসেন, সৈয়দ আতিকুর রহমান, এমদাদুল হক, নারায়ণ দেবনাথ, আব্দুল মুমিন সাদ্দাম, রাশেদ খান মেনন, ইমরান হায়দার, সজিবুর রহমান, মহসিন উদ্দিন, মাহমুদুল হাসান, মিরুজ মিয়া, ফখরুদ্দিন; ম্যানেজার : অসীম সাহা; সহকারী কোচ : ইমদাদুল হক মিলন এবং ট্রেনার : নজরুল ইসলাম।
×