ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ যুব গেমসের পর্দা নামছে আজ

প্রকাশিত: ০৬:২৫, ১৬ মার্চ ২০১৮

বাংলাদেশ যুব গেমসের পর্দা নামছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ যুব গেমসে’র পর্দা নামছে আজ শুক্রবার। এ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হবে জমকালো সমাপনী অনুষ্ঠানের। এদিন বিকেল চারটায় দর্শকদের জন্য স্টেডিয়ামের সব প্রবেশদ্বার খুলে দেয়া হবে। নিজেদের আসন গ্রহণের জন্য দর্শকরা এক ঘণ্টা সময় পাবেন। এরপরই বিকেল ৫টায় শুরু হবে ডিজে শো। ৬টায় মাগরিবের নামাজের বিরতি দেয়া হবে। ৬টা ৪৫ মিনিটে স্টেডিয়ামে প্রবেশ করবেন যুব গেমসের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ৬টা ৫৫ মিনিটে গেমসে অংশগ্রহণকারী আট বিভাগের এ্যাথলেটরা মার্চপাস্ট করে স্টেডিয়ামে প্রবেশ করবেন। ৭টা ৯ মিনিটে নেপালে বিধ্বস্ত ইউএস বাংলার নিহত যাত্রীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। ৭টা ১০ মিনিটে বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলার অডিও ভিজুয়াল (এভি) প্রদর্শন করা হবে। ৭টা ১৫ মিনিটে গেমসের এ্যাথলেটিক্স ডিসিপ্লিনের বালক ও বালিকাদের আকর্ষণীয় ১০০ মিটার স্প্রিন্ট শুরু হবে। এরপরই দ্রুততম মানব ও মানবীকে পুরস্কার তুলে দেয়া হবে। ৭টা ৩৫ মিনিটে সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এসবিপি, এনডিসি, পিএসসি। এরপর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বক্তব্য দেবেন ৭টা ৩৫ মিনিটে। ৭টা ৪৫ মিনিটে যুব গেমসে প্রদত্ত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হবে বিওএ’র পক্ষ থেকে। ৭টা ৫০ মিনিটে এশার নামাজের বিরতি থাকবে। ৭টা ৫৫ মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে প্রদর্শন করা হবে। ৮টা ৩০ মিনিটে থিম সংয়ের তালে তালে মাঠ ছাড়বে যুব গেমসের মাস্কট ‘তেজস্বী’। ৮টা ৩৭ মিনিটে সমাপনী বক্তব্য প্রদান করবেন অর্থমন্ত্রী। ৮টা ৪২ মিনিটে নিভে যাবে যুব গেমসের প্রজ্বালিত মশাল। ৮টা ৪৭ মিনিটে সমাপ্তি ঘটবে প্রথম বাংলাদেশ যুব গেমসের। যার চূড়ান্তপর্ব গত ১০ মার্চ ঢাকায় শুরু হয়েছিল ২১টি ডিসিপ্লিন নিয়ে। সাধারণ দর্শকদের জন্য বিভিন্ন গ্যালারিতে ১৪ হাজার ১৯৯টি সিট বরাদ্দ রাখা হয়েছে। তবে স্টেডিয়াম চত্বরে দেয়া নির্দেশিকা মেনেই ভেতরে প্রবেশ করতে হবে দর্শকদের। এছাড়া জি-নম্বর গেট খেলা থাকবে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য। ভারোত্তোলনে সেরা খুলনা ॥ ভারোত্তোলনে মেয়েদের ৪৪ কেজি ওজন শ্রেণীতে রংপুর বিভাগের হামিশা পারভীন, ৪৮ কেজিতে খুলনা বিভাগের নুরজাহান আক্তার ময়না, ৫৩ কেজিতে রংপুর বিভাগের গিনি রানী রায়, ৬৩ কেজিতে খুলনা বিভাগের বাঁধন, ৫৮ কেজিতে খুলনা বিভাগের খাদিজা খাতুন; ছেলেদের ৫০ কেজিতে আশিকুর রহমান তাজ, বালক বিভাগে ৫৬ কেজিতে নুর আলম ইসলাম, ৬২ কেজিতে হুমায়ুন কবির, ৬৯ কেজিতে নাঈম, ৭৭ কেজিতে আপন রায় সেরা হয়। আকর্ষণীয় নৌকাবাইচ ॥ এবারের যুব গেমসে রোইং অন্তর্ভুক্ত না থাকলেও যুব গেমসের সমাপনী দিনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নৌকাবাইচ। বাংলাদেশ রোইং ফেডারেশনের ব্যবস্থাপনায় সকাল সাড়ে ১০টায় উৎসবমুখর পরিবেশে হাতিরঝিলে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী নৌকাবাইচ প্রতিযোগিতা। বিওএ’র সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসেবে থাকবেন। বিশেষ অতিথি থাকবেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম। পুরুষ বিভাগে ২টি এবং মহিলা বিভাগে একটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। শূটিংয়ে চ্যাম্পিয়ন বিকেএসপি ॥ শূটিংয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। রানার্সআপ হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন ক্লাব। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ২৪৪.৮ স্কোর করে স্বর্ণ জেতে বিকেএসপি শূটিং ক্লাবের তামজিদ বিন আলম। পদক তালিকা বিভাগ স্বর্ণ রৌপ্য তাম্র মোট খুলনা ৩৭ ২৩ ৩৪ ১০৪ রাজশাহী ৩৬ ৩৪ ৪০ ১০১ চট্টগ্রাম ৩৪ ২৫ ৪২ ৮২ ঢাকা ২৭ ৩৯ ৩৯ ১০০ রংপুর ১৩ ৭ ৩০ ৪৩ বরিশাল ৫ ৪ ৪ ১৩ ময়মনসিংহ ৫ ৬ ১৫ ২৬ সিলেট ৪ ১২ ১২ ২৬ * এ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টের ছেলে ও মেয়ে দুটি পদক বাদে।
×