ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে ফেদেরার

প্রকাশিত: ০৬:২৫, ১৬ মার্চ ২০১৮

কোয়ার্টার ফাইনালে ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন রজার ফেদেরার। বুধবার টুর্নামেন্টের চতুর্থপর্বে ফেড এক্সপ্রেস ৭-৫ এবং ৬-৪ গেমে পরাজিত করেন ফ্রান্সের জেরেমি চার্দিকে। সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তি ফেদেরার ছাড়াও এদিন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছেন দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসন এবং কানাডার মিলোস রাওনিকও। চলতি বছরের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন রজার ফেদেরার। গত মৌসুমের পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন এবারও। শুরুটা করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হয়ে। সেই সঙ্গে ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ডস্লাম জয়ের অবিস্মরণীয় রেকর্ডও গড়েন তিনি। চতুর্থপর্বে জেরেমি চার্দিকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন তিনি। সেই সঙ্গে নিজের সেরা পারফর্মেন্সকে ছুঁয়ে ফেলার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এ মৌসুমে রজার ফেদেরারের জয় হারের অনুপাত ১৫-০। এর আগে ২০০৬ সালে তার সেরা পারফর্মেন্স ছিল ১৬-০। সেবার প্রথম ৩৪ ম্যাচের ৩৩টিতেই জয়ের স্বাদ পেয়েছিলেন ফেড এক্সপ্রেস। এমন সূচনায় আনন্দে-উদ্বেলিত ফেদেরার। তিনি বলেন, ‘এটা সত্যিই অসাধারণ। তবে এই বছরটা সম্পূর্ণরূপেই ভিন্ন, তাও আবার বহুদিন পর। দীর্ঘদিন পর এবার অস্ট্রেলিয়ায় সময়টা খুবই ভাল কেটেছে আমার।’
×