ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এই শিক্ষার্থীরাই একদিন দেশবরেণ্য ব্যক্তি হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪১, ১৬ মার্চ ২০১৮

এই শিক্ষার্থীরাই একদিন দেশবরেণ্য ব্যক্তি  হবে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী জনগণের ভোটে, সেই নির্বাচনের রেফারি হবে নির্বাচন কমিশন, এমনটি সাফ জানিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, যে নেত্রী জঙ্গী দমন করেন, বাংলার ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বেলে আলোকিত করেন, দেশের অর্থে পদ্মা সেতু নির্মাণ করেন, যিনি শোষণমুক্ত নিরক্ষরমুক্ত দেশ নির্মাণ করেন আগামী নির্বাচনে সেই শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনা বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার আমতলি মডেল স্কুলের স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ। সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা দৈনিক জনকণ্ঠের সাংবাদিক মীর লিয়াকত আলী। অনুষ্ঠানের আগে মন্ত্রী ও চীফ হুইপ স্কুলে স্থাপিত বিশ্বের বরেণ্য প্রায় এক হাজার ব্যক্তির আলোকচিত্র, মুক্তিযুদ্ধের আলোকচিত্র, বর্তমান সময় পর্যন্ত নোবেল পুরস্কার বিজয়ীদের পরিচিতি, বাংলার ঐতিহ্যের সামগ্রী, বাংলার প্রকৃতির ফুলপাখি ও নিসর্গের ছবির ব্যতিক্রমী শিক্ষামূলক জাদুঘর ঘুরে দেখে প্রশংসা করে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবশ্যই একদিন দেশবরেণ্য ব্যক্তি হবে। অতিথিদের বক্তব্যের আগে স্কুলের শিক্ষার্থীদের কোরিওগ্রাফির মাধ্যমে ‘বাংলাদেশের জন্ম ইতিহাস’ উপস্থাপন করা হয়। দর্শকদের মুহুর্মুহু করতালিতে অভিনন্দনের ঝড় বয়ে যায়। মন্ত্রী মোহাম্মদ নাসিম এমন ইতিহাসভিত্তিক নৃত্যনাট্য দেখে মুগ্ধ হয়ে বলেন, প্রজন্মের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের যে ইতিহাস মঞ্চে তুলে ধরল এটাই প্রকৃত ইতিহাস। এই ইতিহাসের চেতনা নিয়ে প্রজন্মের শিশুরা বেড়ে উঠবে। এই ইতিহাসের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। এই ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস। অনুষ্ঠানের শুরুতে মোহাম্মদ নাসিম নেপালে বিমান দুর্ঘটনায় নিহতের প্রতি সম্মান জানিয়ে শোক প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছেন। আমতলি মডেল স্কুলের ভাল ফল জেনে মোহাম্মদ নাসিম বলেন, এই স্কুল অবশ্যই আরও উন্নতি করবে। এই মেলাকে ঘিরে স্কুলভবনের নামফলক উন্মোচন করেন তিনি। স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মীর মহরম আলী অতিথি ও বিশেষ অতিথিকে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন শামসুল হক, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ আহসান হাবিব, উপাধ্যক্ষ ডাঃ রেজাউল আলম, বিএমএ’র সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু, অতিরিক্ত জেলা প্রশাসক আলিমুল রাজী, মাধ্যমিক শিক্ষা পর্ষদের কর্মকর্তা প্রফেসর তরুণ কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানে বই পড়া কর্মসূচী ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে স্কুল প্রাঙ্গণে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ১৭ চিকিৎসক সেবা দেন।
×