ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ৩৬ ঘর ভস্মীভূত

প্রকাশিত: ০৫:৪০, ১৬ মার্চ ২০১৮

নীলফামারীতে ৩৬  ঘর ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পৃথক দু’টি অগ্নিকান্ডে ১২ পরিবারের ৩৬টি ঘর পুড়ে ছাই হয়ছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ৫টি গরু ও ১৫টি ছাগলসহ শতাধিক হাঁস মুরগি মারা গেছে। বৃহস্পতিবার ভোরে ডোমার উপজেলার পাঙ্গা ইউনিয়নের জলদান পাড়ায় এবং সকাল সাড়ে ৯টার দিকে একই উপজেলার বামুনিয়া ইউনিয়নের ভাটিয়াপাড়ায় এই পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, জলদানপাড়ার মোকছেদ আলীর বাড়ি থেকে কয়েলের আগুনের সূত্রপাত ঘটলে মোকছেদসহ ওই মহল্লার আহার উদ্দিন, ফারুক, মজনু, আইনুল, সাহিনুর, আমেনা, এমদাদুল ও সালামসহ ৭ পরিবারের ১৪টি টিনশেড ঘর, সাতটি রান্নাঘর ও পাঁচটি গোয়ালঘর এবং ঘরে থাকা আসবাবপত্র, অর্থ, চাল, আলু, স্বর্ণালঙ্কার সব পুড়ে ছাই হয়। এ ছাড়াও অগ্নিদগ্ধ হয়ে পাঁচটি গরু ও ১৫টি ছাগল এবং শতাধিক হাঁস-মুরগি মারা যায়। আগুন নিভাতে গিয়ে লাকি, আয়শা ও সফিকুল আহত হয়। তারা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। . নরসিংদীর মদিনা জুট মিলে স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, শিবপুরে মদিনা জুট মিলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে শিবপুর উপজেলার কারারচর এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনী সূত্রে জানা যায়, রাতে মিলটির ফিনিশিং ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মিলের সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী ও শিবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কারখানার নির্বাহী পরিচালক আবদুল হাই জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকান্ডে কারখানার প্রায় ৩০ লাখ টাকার পাটপণ্য ও যন্ত্রপাতির ক্ষতি হয়েছে।
×