ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

পদাতিকের নাট্যোৎসবে সম্মানিত ইকবাল ও গিয়াস

প্রকাশিত: ০৫:২০, ১৬ মার্চ ২০১৮

পদাতিকের নাট্যোৎসবে সম্মানিত ইকবাল ও গিয়াস

স্টাফ রিপোর্টার ॥ সময়ের স্রোতধারায় নাট্যচর্চার ৩৮ বছর পূর্ণ করেছে ঢাকা পদাতিক। এ উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চলছে আট দিনের নাট্যোৎসব। বৃহস্পতিবার ছিল এ উৎসবের সপ্তম দিন। এদিন ঢাকা পদাতিকের প্রয়াত দুই সদস্য আবুল কাশেম দুলাল ও গাজী জাকির হোসেনের নামাঙ্কিত স্মৃতিপদক প্রদান করা হয়। এ স্মৃতিপদক পেয়েছেন চট্টগ্রামের তির্যক নাট্যদলের আহমেদ ইকবাল হায়দার ও সুবচন নাট্য সংসদের আহমেদ গিয়াস। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে স্মৃতিপদক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলীর সদস্য ঝুনা চৌধুরী। বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও উৎসব কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুছ। স্মৃতিপদক প্রদান শেষে ঢাকা পদাতিক মঞ্চায়ন করে নাটক ‘পাইচো চোরের কিচ্ছা’। খুলনা অঞ্চলের লোকসাহিত্য থেকে সংগৃহীত নাটকটির কাহিনী অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কাজী চপল। যাতে বিজয় সরকার, আলেক মাতুব্বর, মোসলেম বয়াতীসহ খুলনা এলাকার অসংখ্য লোককবি ভাটিয়ালি সুরের ভাব-রস উপস্থাপিত হয়েছে। খুলনার আঞ্চলিক ভাষার এ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- কাজী শিলা, কিরণ, আলামিন, তন্দ্রা, শ্যামল, দেবাশীষ বড়ুয়া প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যায়, কোন এক দেশের রাজার মেয়ের নাম ছিল মহেশ্বরী। উজিরের পরামর্শে মহেশ্বরীর দেখভালের জন্য রাজা পাশের গ্রামের এক বুড়ির ছেলে কোটেকে নিযুক্ত করেন। একদিন কোটে এক সন্ন্যাসীর মাধ্যমে জানতে পারে যে তার সঙ্গেই মহেশ্বরীর বিয়ে। এই কথা শুনে বেজায় রেগে মহেশ্বরী কোটেকে দেশছাড়া করে। কোটে যে দেশে উপস্থিত হয়, ভাগ্যক্রমে সেই দেশের রাজাও হয়ে যায় সে। আর তখনই সে মহেশ্বরীকে চুরি করে আনার জন্য পাইচো নামক এক চোরকে নিযুক্ত করে। পাইচো চোর নানা রকম ফন্দি ফিকির করে পাইচো মহেশ্বরীকে চুরি করে তুলে দেয় কোটের হাতে। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। আজ শুক্রবার উৎসবের সমাপনী দিন। এদিন সন্ধ্যায় লোকনাট্যদল (সিদ্ধেশ্বরী) মঞ্চায়ন করবে ‘কঞ্জুস’। শুদ্ধভাবে জাতীয় সঙ্গীতচর্চা প্রতিযোগিতা ॥ শুদ্ধভাবে জাতীয় সঙ্গীতচর্চাকে অনুপ্রাণিত করতে গত জানুয়ারি মাসে দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দলগত জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেই ধারাবাহিকতায় আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে এবং জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিযোগিতার ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকাল থেকে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের ৮টি বিভাগের ২৪টি দল। প্রাথমিক পর্যায়ে প্রথম হয়েছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এ্যান্ড কলেজ। দ্বিতীয় হয়েছে খুলনার সরকারী করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। যৌথভাবে তৃতীয় হয়েছে বান্দরবানের মেঘলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ময়মনসিংহ বিভাগীয় দল। মাধ্যমিকে প্রথম হয়েছে ময়মনসিংহ বিভাগীয় দল, দ্বিতীয় হয়েছে সিলেটের সরকারী এসসি বালিকা উচ্চ বিদ্যালয় এবং যৌথভাবে তৃতীয় হয়েছে পাবনার স্কয়ার হাইস্কুল এ্যান্ড কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে ময়মনসিংহ বিভাগীয় দল, দ্বিতীয় হয়েছে চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ এবং তৃতীয় হয়েছে ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ। কাল থেকে শিশু একাডেমি গ্রন্থমেলা ॥ ‘বঙ্গবন্ধুর জন্মদিন রঙ ছড়ানো আলো/ লাল-সবুজের বাংলাদেশের থাকবে শিশু ভালো’ প্রতিপাদ্যে কাল শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি গ্রন্থমেলা। শিশু একাডেমির আয়োজনে এ গ্রন্থমেলার এবার অষ্টম আয়োজন। শনিবার সকালে গ্রন্থমেলার উদ্বোধন করবেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। আয়োজনে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বৃহস্পতিবার বিকেলে শিশু একাডেমির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানান একাডেমির পরিচালক আনজীর লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন।
×