ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রবিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ০৫:১৯, ১৬ মার্চ ২০১৮

রবিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ কারাগারে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন নিহত হওয়ার প্রতিবাদে রবিবার সারাদেশে বিক্ষোভ এবং কালোব্যাজ ধারণ কর্মসূচী পালন করবে বিএনপি। এর মধ্যে ঢাকা মহানগরীর থানায় থানায় ও সারাদেশের জেলায় জেলায় এ কর্মসূচী পালন ও আজ শুক্রবার ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে দোয়া মাহফিল কর্মসূচী পালন করছে দলটি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচী ঘোষণা করেন। রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেহুঁশ হয়ে খাপছাড়া কথাবার্তা বলছেন। কারণ বিএনপির ওপর দায় চাপানোর যে দায়িত্বটি তাকে দেয়া হয়েছে সেটি পালনে সক্ষম না হওয়ায় চাকরি হারানোর ভয় তাকে পেয়ে বসেছে। মনে হচ্ছে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের দায়িত্ব ছিল আমরা আন্দোলনে গেলে তার নির্দেশে নাশকতা চালিয়ে আমাদের ওপর দায় চাপানো। কিন্তু আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ায় তার পরিকল্পনা ব্যর্থ হওয়া ও মন্ত্রিত্ব এবং পদ হারানোর ভয়ে এখন তিনি ভুল বকছেন। যাদের পায়ের নিচে মাটি থাকেনা তারাই এমন কথা বলতে পারে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ। রিজভী বলেন, বুধবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি এখন দিশেহারা নয়, বেপরোয়াও। জনগণ তাদের আন্দোলনে সাড়া দেয়নি। আমি ওবায়দুল কাদেরকে বলতে চাই যাদের পায়ের নিচের মাটি থাকে না কেবল তারাই এমন কথা বলতে পারে। আপনাদের মনের ইচ্ছা কী তা আমরা ভাল করেই বুঝি। আপনাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না বলেই আপনি প্রলাপ বকছেন। মঙ্গলবার আওয়ামী লীগের পরম সখা এরশাদ সাহেব বলেছেন আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন শূন্যের কোটায়। রিজভী বলেন, বিচার বিভাগ, রাজনীতি, গণমাধ্যম ও মানুষের বাক স্বাধীনতাসহ সকল নাগরিক অধিকার কেড়ে নিয়ে বর্তমান রাষ্ট্রের সকল স্তম্ভ ভেঙ্গে চুরমার করে ফেলেছে। এখন পরিকল্পিত নৈরাজ্য তৈরির জন্য ওবায়দুল কাদের সাহেবরা উস্কানি দিচ্ছেন। ভয়ঙ্কর কিছু দুর্ঘটনা সৃষ্টির পরিকল্পনার চক্রান্ত ব্যর্থ হওয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বেহুঁশ হয়ে খাপছাড়া কথাবার্তা বলছেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী এমন একটি দেশ চাচ্ছেন যেখানে তার পরিবার ছাড়া আর কেউ থাকবে না। তবে পৃথিবীতে কোন স্বৈরাচার সরকারের শেষ রক্ষা হয়নি। আপনাদেরও শেষ রক্ষা হবে না। দলের নেতাকর্মীদের গ্রেফতারের চিত্র তুলে ধরে তিনি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা দেখেছেন কীভাবে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গলাটিপে ধরে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী। কীভাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারকে গলা চেপে ধরে আটক করে নিয়ে গেছে, মাথায় পিস্তল ঠেকিয়ে স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু এবং ছাত্রদল নেতা মিজানুর রহমান রাজকে টেনে হিঁচড়ে কিভাবে ধরে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। এ ছাড়া কীভাবে নির্যাতন করে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনকে মেরে ফেলা হয়েছে। এরা কোনক্রমেই রাষ্ট্রীয় বাহিনী হতে পারে না। খালেদাকে কারাগারে আটকে রাখার চেষ্টা সফল হবে না- নজরুল ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, শীঘ্রই খালেদা জিয়া কারাগার থেকে বের হয়ে আসবেন। আর আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করে তার নেতৃত্বেই জনগণের সরকার গঠন করব। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ নামক একটি সংগঠন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি কাদের সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।
×