ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলাবাগানে জোড়া খুন ॥ তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

প্রকাশিত: ০৫:০৫, ১৬ মার্চ ২০১৮

কলাবাগানে জোড়া খুন ॥ তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৫ এপ্রিল ঠিক করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তার সহকারী নুরুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী। আর অস্ত্র মামলার তদন্ত করছে ডিবির পরিদর্শক নুরুল আফসার। উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা এবং সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান হত্যা মামলা করেন। এছাড়া কলাবাগান থানার এসআই মোহাম্মদ শামীম আরেকটি অস্ত্র মামলাটি দায়ের। নিহত জুলহাজ বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লি উ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন।
×