ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিশু-কিশোরদের যন্ত্রণা লাঘবে বিএসএমএমইউর নতুন উদ্যোগ

প্রকাশিত: ০৫:০৪, ১৬ মার্চ ২০১৮

 শিশু-কিশোরদের  যন্ত্রণা লাঘবে বিএসএমএমইউর নতুন উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ ক্যান্সারসহ বিভিন্ন নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত শিশু-কিশোর-কিশোরীদের যন্ত্রণা লাঘবে নতুন উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের প্যালিয়েটিভ বিভাগ। এ বিভাগের উদ্যোগে দেশে প্রথমবারের মতো চালু হলো শিশু-কিশোর প্যালিয়েটিভ কেয়ার ওয়ার্ড। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের ই ব্লকের পঞ্চম তলায় উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান এ ওয়ার্ডটির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ নিজাম উদ্দিন আহমেদ, শিশু হেমাটোলজি ও শিশু অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ চৌধুরী ইয়াকুব জামাল প্রমুখ। প্যালিয়েটিভ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ নিজাম উদ্দিন আহমেদ জানান, শিশু-কিশোর প্যালিয়েটিভ কেয়ার ওয়ার্ডে ক্যান্সার, জন্মগত বিকলাঙ্গ, মাসকুলার ডিসট্রফি, সেরেব্রাল পালসিসহ (মস্তিষ্ক পক্ষাঘাতগ্রস্ততা) বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত যে সকল শিশু ও কিশোর-কিশোরীদের রোগ অনিরাময়যোগ্য তাদের চিকিৎসা ও যন্ত্রণা লাঘবে এ বিভাগ থেকে সেবা প্রদান করা হবে। বর্তমানে বাংলাদেশে কমপক্ষে ৩৫ হাজার শিশু-কিশোরের এই সেবাটি দেয়া প্রয়োজন। যদিও ৪টি বেড নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের শিশু-কিশোর প্যালিয়েটিভ কেয়ার ওয়ার্ডের শুভযাত্রা হলো। তিনি জানান, প্যালিয়েটিভ সেবা সমগ্র দেশে ছড়িয়ে দিতে এ বিষয়ে দেশের সমস্ত মেডিক্যাল কলেজগুলোতে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা জরুরী। মেডিক্যাল শিক্ষা ব্যবস্থাতেও প্যালিয়েটিভ সেবাকে অধিক গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের শেখানো উচিত।
×