ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিবাসী কর্মীদের মৃতদেহ দ্রুত পাঠাতে পদ্ধতি সহজ করার অনুরোধ

প্রকাশিত: ০৫:০৩, ১৬ মার্চ ২০১৮

অভিবাসী কর্মীদের মৃতদেহ দ্রুত পাঠাতে পদ্ধতি সহজ করার অনুরোধ

কূটনৈতিক রিপোর্টার ॥ অভিবাসী কর্মীদের মৃতদেহ দ্রুততম সময়ে পাঠাতে পদ্ধতি সহজ করার জন্য সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ করেছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশী গৃহকর্মীদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ ও দেশে পরিবারের সঙ্গে টেলিফোনে যোগাযোগের সুবিধা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবে বাংলাদেশের গৃহকর্মীদের স্বার্থ সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে গৃহকর্মী প্রেরণে গঠিত যৌথ কারিগরি কমিটির বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের রিয়াদে গৃহকর্মী প্রেরণে গঠিত যৌথ কারিগরি কমিটির দ্বিতীয় বৈঠক বুধবার শুরু হয়। বৃহস্পতিবার অভিবাসী শ্রমিক সংক্রান্ত কয়েকটি বিষয়ে একমত হওয়ার মাধ্যমে কমিটির বৈঠক শেষ হয়। বৈঠকে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের নেতৃত্ব দেন উপমন্ত্রী ড. আব্দুল আজিজ আল আমর। আর বাংলাদেশ থেকে ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসি। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে সৌদি আরবে শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যৌথ কারিগরি কমিটির সভায় অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে উভয় দেশে ভিসা ট্রেডিং বন্ধ করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া মহিলা গৃহকর্মী প্রেরণে বিদ্যমান চুক্তি এবং স্ট্যান্ডার্ড এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে কিছু পরিবর্তন আনার জন্য একমত পোষণ করা হয়। দ্বিপাক্ষিক সভায় অসুস্থ, বিপদগ্রস্ত গৃহকর্মীসহ অন্য অভিবাসী কর্মীদের দ্রুততম সময়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানালে সৌদি কর্তৃপক্ষ একমত পোষণ করে। দ্বিপাক্ষিক সভায় বাংলাদেশ থেকে প্রশিক্ষিত শ্রমিক ও গৃহকর্মী নিয়োগ দেয়ার লক্ষ্যে প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করা হয়। সৌদি কর্তৃপক্ষকে গৃহকর্মীদের নতুন পরিবেশে খাপ খাওয়ানো ও উন্নত সেবা প্রদানের সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে নিয়োগ দেয়ার পূর্বে বাংলাদেশে প্রশিক্ষণ প্রদানের জন্য অনুরোধ জানানো হয় ।
×