ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:০১, ১৬ মার্চ ২০১৮

ঝলক

বিড়াল যখন মাছ বিক্রেতা ভিয়েতনামের হে ফং বাজারে মাছ পাহারা দিচ্ছে বিড়াল। বিড়াল আর মাছের এই বন্ধুত্ব আগে দেখেছেন কখনও? এই গম্ভীর বিড়ালই এ বাজারের অন্যতম জনপ্রিয় ফিশ ভেন্ডার। গম্ভীর মুখে সদা ব্যস্ত মাছের পাহারায়। দেখতে গম্ভীর হলেও বিষয়টা কিন্তু খুব মিষ্টি। আর তাই এখন হেডলাইনে বিড়াল ‘ডগ’। আসলে এ বিড়ালটার নামটাই ডগ। বয়স তিন বছর। ভিয়েতনামের মাছ ব্যবসায়ী লি ফঙের কাছেই ছোট থেকে রয়েছে ডগ। লি ফং জানান, কুকুর যেভাবে মুখ হ্যাঁ করে এবং জিভ বার করে শ্বাস-প্রশ্বাস নেয়, এ বিড়ালটিও অনেকটা তেমনই করে। সে কারণেই তার নাম ডগ। পোশাক এবং হাবভাবে আগাগোড়া পোক্ত ব্যবসায়ী। ঠিক যেন এক হাত পিছনে রেখে দু’পায়ে সারা মাছ বাজার হেঁটে তদারকি করছে সে। মাঝেমধ্যে মাছ ছাড়াও মাংস এবং সবজি বিক্রি করতেও দেখা যায় তাকে। তবে এখানে একটা বিষয় আছে। মানুষের মতো একহাত পিছনে রেখে হাঁটাহাঁটি সে করে না। এটা পুরোটাই তার মালিক লি ফঙের কেরামতি। একটু ভাল করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, ডগের পোশাকটাই এভাবে বানিয়েছেন লি। সামনের দুটো হাত আসলে নকল। ডগকে নিয়ে এখন তুমুল ব্যস্ত লি। একদিকে চিত্রগ্রাহকদের হুড়োহুড়ি আর অন্যদিকে বিড়াল মহলে ডগের মহিলা ফ্যান, সামলাতে প্রায় কালঘাম ছুটে যায় তার। হবে নাই বা কেন? চোখে সানগ্লাস, মাথায় টুপি আর পরনে একটা রাজকীয় পোশাক ডগের ‘ব্যক্তিত্ব’ যে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ডগের একটা নিজস্ব ইনস্টাগ্রাম পেজ রয়েছে। যার প্রোফাইল নাম ডগ১৫০১। তাতে গার্ল ফ্রেন্ডের সঙ্গে ছবিও পোস্ট করে ডগ।-ইয়াহু নিউজ . ডুববে না কখনোই ‘থান্ডার চাইল্ড’ নামের একটি নৌকা তৈরি করেছে আয়ারল্যান্ডভিত্তিক সেফহেভেন ম্যারিন নামে একটি নৌকা নির্মাতা কোম্পানি। প্রতিষ্ঠানটির দাবি, নৌকাটি কখনোই ডুববে না। এক্সএসভি-১৭ নামের ওই নৌকাটি বিরূপ আবহাওয়া বা সাগরের উত্তাল ঢেউ কোন কিছুর কাছেই হার মানবে না। এ বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, কোন অবস্থাতেই এই নৌকা ডোবা সম্ভব নয়। নৌকাটি আইরিশ নেভিকে স্বয়ংসম্পূর্ণ করবে বলে মত তাদের। নৌকাটিতে বসার জায়গা রয়েছে ১০ জনের। এক হাজার হর্সপাওয়ার ক্ষমতার দুটি ইঞ্জিন আছে এতে। নৌকাটি না ডুবার কারণ হিসেবে নির্মাতা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ফ্রাঙ্ক কোয়ালস্কি বলেন, এই বোটটি তিনটি বিষয় মাথায় রেখে বানানো হয়েছে। আর তা হলো- অত্যন্ত স্বল্পমাত্রার অভিকর্ষ কেন্দ্র, কেবিনের হালকা ওজন এবং সম্পূর্ণ পানি নিরোধক। তিনি আরও বলেন, নৌকাটির ভেতরে অবশ্যই প্রচুর পরিমাণে বাতাস ভরা থাকতে হবে। কেননা এ বাতাসই পানিতে নৌকাটির ডুবে যাবার ঘটনাটি রুখবে।-ডেইলি মেইল
×