ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:০১, ১৬ মার্চ ২০১৮

উবাচ

রাস্তা বন্ধ করে সমাবেশ! স্টাফ রিপোর্টার ॥ সমাবেশের দিন ঢাকার রাস্তায় চলাচল করা কঠিন হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পান সমাবেশের জ¦ালা কাকে বলে। তাতে রাজনৈতিক দলগুলো কি সমাবেশ করবে না। অবশ্যই করবে। কিন্তু ভোগান্তি সৃষ্টি না করলেই হলো। তবে রাস্তায় সমাবেশ করলে যে ভাগান্তি হয় তা বুঝতে পেরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি তিনি বলেছেন, বিএনপি রাস্তা বন্ধ করে অবৈধ ও বেআইনীভাবে সমাবেশ করার কারণে পুলিশ বাধা দিয়েছে। তিনি বলেন, রাস্তা বন্ধ করে সমাবেশ করা বেআইনী। রাস্তা বন্ধ করে সমাবেশ করায়, মানুষের চলাচলে বাধা দেয়ায় পুলিশ বিএনপির নেতাকে গ্রেফতার করেছে। প্রেসক্লাবের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেফতারের বিষয়ে কাদের বলেন, সে তো মামলার আসামি। মামলার আসামিদের যদি পুলিশ সামনে পায় তবে তাকে ছেড়ে দেবে? . অনুমতিটা দিন জনসভাটা করি স্টাফ রিপোর্টার ॥ শেষ মুহূর্তে হলেও সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি বিএনপি পাবে বলে আশায় আছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি সোমবার এ জনসভা করতে চাইলেও রবিবার দুপুর পর্যন্ত পুলিশের অনুমতি পায়নি। এই অবস্থার মধ্যে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সরকারকে বলব, এখনও সময় আছে, আপনাদের মনে শুভবুদ্ধির উদয় হোক। আমাদের অনুমতিটা দিন, আমরা জনসভাটা করি। এর আগেও বিভিন্ন সময় বিএনপিকে শেষ মুহূর্তে অনুমতি দেয়া হয়েছিল। এবার সে রকম ঘটলেও জনসভা আয়োজনের প্রস্তুতি নিজেদের রয়েছে বলে রিজভী জানান। তিনি বলেন, অতীতেও দেখেছি রাত ৮টা/৯টায় অনুমতি দিয়েছে। আমরা সেটা দেখব। আজকে রাতের মধ্যে যখনই অনুমতি দেয়া হোক, আমরা আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করতে সক্ষম হবো। . পারমিশনের অপেক্ষা! স্টাফ রিপোর্টার ॥ তিনি দায়িত্ব গ্রহণের পর বলেছিলেন বিমানের জন্য প্রয়োজনে রক্ত দেবেন। নেপালে বিমান বিধ্বস্ত হলে বোঝা গেল রক্ত লাগলে রক্ত দেবেন কি না! নয়া বিমানমন্ত্রী শাহজাহান কামাল কাঠমান্ডু ট্র্যাজেডির পর নেপাল যেতে প্রধানমন্ত্রীর পারমিশনের অপেক্ষার কথা জানান। যেখানে প্রধানমন্ত্রী নিজেই সিঙ্গাপুর সফর শেষ করে দেশে ফিরে এসে বিমান দুর্ঘটনা নিয়ে বৈঠক করেন। জাতীয় শোক ঘোষণা করেন। সেখানে মন্ত্রীর কেন এই অপেক্ষা। শুধু কি তাই বিমান দুর্ঘটনার পর বিমানবন্দরে গেলে সাংবাদিকরা জানতে চান, নিহতদের মধ্যে বাংলাদেশী যাত্রী কতজন রয়েছেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি এখন বলতে পারছি না। হতাহতের বিষয়ে তথ্য জানতে সাংবাদিকদের আরও প্রশ্নে তিনি বলে উঠেন, নো, আমার কাছে ইনফরমেশন নেই।
×