ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বীরোচিত মৃত্যুর জন্য পৃথুলার মা গর্বিত

প্রকাশিত: ০৪:৫৮, ১৬ মার্চ ২০১৮

 বীরোচিত মৃত্যুর জন্য পৃথুলার মা গর্বিত

স্টাফ রিপোর্টার ॥ নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিধ্বস্ত বিমানের কো-পাইলট পৃথুলা রশীদের মৃত্যুতে গর্ববোধ করছেন তার মা রাফেজা বেগম। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে কান্নাজড়িত কণ্ঠে নিজের এ গর্বের কথা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার বেলা তিনটা ১০ মিনিটে পৃথুলাদের রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর ১০ নম্বর সড়কের ৬১৭ নম্বর বাসায় যান ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের তার পরিবারকে সান্ত¡না দেন। তিনি বলেন, ‘আমাকে প্রধানমন্ত্রী পাঠিয়েছেন। আপনাদের খোঁজখবর নেয়ার জন্য।’ এ সময় পৃথুলার মা রাফেজা বেগম বলেন, ‘মেয়েকে স্যালুট দেই। অন্যদের বাঁচাতে গিয়ে যে মেয়ে জীবন দিয়েছে তার জন্য আমি গর্বিত। গতকালও সে স্বপ্নে এসে আমাকে মিষ্টি খাইয়ে গেছে।’ পৃথুলার মা রাশেদা বেগম পৃথুলাসহ অন্যদের লাশ দ্রুত দেশে নিয়ে আসার জন্য ওবায়দুল কাদেরের কাছে আবেদন জানান। তখন ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে যথাযথ চেষ্টা করছি। আমাদের এ ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা রয়েছে।’ দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসেন বলে তিনি উল্লেখ করেন। সেইসঙ্গে পৃথুলার সঙ্গে সৈয়দপুর ও কক্সবাজারে বিমানে দেখা হয়েছিল জানিয়ে ওবায়দুল কাদের স্মৃতিচারণ করেন। কথা বলতে বলতে বার বার মূর্ছা যাচ্ছিলেন পৃথুলার মা। এ সময় পৃথুলার বাবা আনিসুর রশীদ ও মামাসহ স্বজনরা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এ সময় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও সাবেক সংসদ সদস্য মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহেদা তারেক দীপ্তি। সোমবার (১২ মার্চ) ইউএস বাংলা এয়ারলাইন্সের যে ফ্লাইটটি নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়, তার কো-পাইলট ছিলেন পৃথুলা রশিদ। স্মরণকালের অন্যতম মর্মান্তিক এ দুর্ঘটনায় তিনিও প্রাণ হারিয়েছেন।
×