ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার সঙ্গে আজ জিতলেই ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫৮, ১৬ মার্চ ২০১৮

শ্রীলঙ্কার সঙ্গে  আজ জিতলেই ফাইনালে বাংলাদেশ

মিথুন আশরাফ ॥ হঠাৎ করেই নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলে অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ হয়ে গেছেন। আর তাতে করেই শ্রীলঙ্কার কাঁপনও যেন ধরে গেছে। আজ যে নিদাহাস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। ম্যাচটিতে জিতলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টুর্নামেন্টের গ্রুপপর্বের এ শেষ ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে। টুর্নামেন্টে খেলছে তিনটি দল। বাংলাদেশ, ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা। ভারত এরই মধ্যে ফাইনালে খেলা নিশ্চিত করে ফেলেছে। গ্রুপপর্বে তাদের আর কোন ম্যাচও অবশিষ্ট নেই। ভারতের বিপক্ষে রবিবার ফাইনালে লড়াই করবে আরেকটি দল। সেই দলটি কারা? তাই আজ বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ শেষে নির্ধারিত হবে। যে দল জিতবে তারাই ফাইনালে খেলবে। এই ম্যাচটি এখন যেন অঘোষিত ‘সেমিফাইনালে’ও পরিণত হয়েছে। ‘ডু অর ডাই’ ম্যাচে রূপ নিয়েছে। জিতলে ফাইনাল। হারলেই বিদায়। বাংলাদেশ ও শ্রীলঙ্কার অবস্থা একই থাকায় আজকের ম্যাচটিতে জয়ী দল শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে। দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে। আজ দুই দলেরই চতুর্থ ও টুর্নামেন্টে গ্রুপপর্বে শেষ ম্যাচও। দুই দলই একটি করে জয় নিয়ে ২ পয়েন্ট পেয়েছে। আজ যে দল জিতবে তাদের চার পয়েন্ট হয়ে যাবে। পয়েন্ট তালিকায় এগিয়ে থেকে ফাইনালে খেলা নিশ্চিত করবে বিজয়ী দল। টুর্নামেন্ট শুরুর আগেই ফাইনালে খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশ। দুইজনই জানিয়েছিলেন, যদি আমাদের শক্তি-সামর্থ্য দেখাতে পারা যায়, পরিকল্পনামতো খেলা যায়; তাহলে ফাইনালে খেলা সম্ভব। কিন্তু প্রথম ম্যাচেই ভারতের কাছে হারায় যেন সেই আশা হতাশায় পরিণত হতে থাকে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ এমনভাবে ঘুরে দাঁড়ায়, আবার আশা জাগে। শ্রীলঙ্কার গড়া ২১৪ রান টপকে যখন বাংলাদেশ জিতে যায় তখন আত্মবিশ্বাসও বেড়ে যায়। সেই আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে জেতা না গেলেও ভাল খেলা গেছে। আজ সেই আত্মবিশ্বাস নিয়ে এখন শ্রীলঙ্কাকে আবারও হারিয়ে দেয়া গেলেই হয়। ম্যাচটিতে বাংলাদেশের জেতার সম্ভাবনা অনেক বেশি। প্রথমত খেলা হচ্ছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা চাপে থাকবে। নিজ দেশে হওয়া স্বাধীনতার ৭০ বছর পূর্তি উদযাপনের টুর্নামেন্টে ফাইনালে ওঠার চাপ থাকবে। সমর্থকরাও যে করে হোক শ্রীলঙ্কা ফাইনালে খেলুক; তাই চান। সেই সমর্থকদের মন জয় করার চাপ থাকছে। দ্বিতীয়ত দিনেশ চান্দিমাল নেই। বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচে স্লো ওভার রেটের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। আজ দ্বিতীয় ম্যাচ। নিয়মিত অধিনায়ক চান্দিমাল না থাকার প্রভাব ভারতের বিপক্ষেই বোঝা গেছে। বাংলাদেশের বিপক্ষেও নিশ্চয়ই সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে বিপদে পড়বে শ্রীলঙ্কা। তৃতীয়ত দলে যোগ হয়েছেন সাকিব আল হাসান। আঙ্গুলের চোট সেরে দলে যুক্ত হয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশ বলেছেন, ‘দেখতে হবে যে, খেলার মতো যথেষ্ট ফিট কিনা (সাকিব)। যদি ফিট থাকে তাহলে ওর মতো একজন ক্রিকেটারকে বিবেচনা করতেই হবে। ওকে দেখার পরই আমরা বলতে পারব খেলতে পারবে কিনা।’ সাকিব দলে যোগ হলেও শতভাগ তাহলে নিশ্চিত নয় তার আজ খেলার বিষয়টি। তবে দলে যেহেতু যোগ হয়েছেন। সাকিব খেলবেনও। আর সাকিব খেললে বাংলাদেশ দল অনেক শক্তিশালী হয়ে উঠবে। যে শক্তিমত্তা নিয়ে শ্রীলঙ্কাকে ডুবিয়ে দিতে পারে বাংলাদেশ। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই তো ফাইনালে খেলবে বাংলাদেশ। অবশ্য এখানে একটা সমস্যাও থাকছে। টুর্নামেন্টে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিভাবে দলকে পরিচালনা করতে হবে তা বুঝেও গেছেন। দল একটি ম্যাচ জিতেছেও। সেই জেতা ম্যাচেই এখন পর্যন্ত ফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে আছে। যদি সাকিব একাদশে শেষ পর্যন্ত যোগ হন এবং নেতৃত্ব দেন; তাহলে নতুনভাবেই কী শুরু করতে হবে না? তা করতে গেলে সমস্যাও তো হতে পারে। মাহমুদুল্লাহ একভাবে দলকে চালিয়েছেন। সাকিব নিশ্চয়ই একটু হলেও ভিন্নভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তা করতে গেলেই তো সমস্যা হতে পারে। এ একটা সমস্যা ছাড়া বাংলাদেশ দল আজ টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে ফেভারিট হয়েই নামবে। বাংলাদেশের আবার অনেক কিছু বুঝিয়ে দেয়ার ব্যাপারও আছে। দেশের মাটিতে টানা দুই টি২০ ম্যাচে হেরেছে বাংলাদেশ। নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে একটি ম্যাচে হারিয়েছে। আরেকটি ম্যাচে হারাতে পারলেই হিসেব সমান হয়ে যায়। বাংলাদেশ দল এখন সেটিই চাচ্ছে। সেই চাওয়া পূরণ হলে একসঙ্গে অনেক প্রাপ্তি মিলবে। টি২০তে বাংলাদেশ দল যে দুর্বল, সেই দুর্বলতা দূর হবে। দল যে বিধ্বস্ত অবস্থা থেকে নিজেদের সরিয়ে আবার সাফল্যের ধারায় ফিরতে চাচ্ছে তাতে ফেরা হবে। আত্মবিশ্বাস ফুটে উঠবে। ক্রিকেটারদের মনোবল আরও চাঙ্গা হবে। সঙ্গে শ্রীলঙ্কাকে জবাবও দেয়া হবে। সেই জবাবের অপেক্ষাতেই এখন সবাই আছে। আর আজ শ্রীলঙ্কাকে জবাব দেয়া গেলে ফাইনালেও ওঠা হবে।
×