ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইরফানের অপেক্ষায়...

প্রকাশিত: ০৬:৪৩, ১৫ মার্চ ২০১৮

ইরফানের অপেক্ষায়...

সাহাবজাদা ইরফান আলী খান, ওরফে ইরফান খানের জন্ম ১৯৬৭ সালের ৭ জানুয়ারি ভারতের জয়পুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। বাড়ন্ত শৈশব এবং কৈশরের পুরোটাই কেটেছে জয়পুরের মাটিতে। ১৯৮৪ সালে এম এ তে অধ্যয়নরত অবস্থায় ভারতের নয়াদিল্লীর, ‘ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে স্কলারশিপ অর্জন করেন এই অভিনেতা। জীবনের নতুন অধ্যায়ের শুরু তাঁর মূলত এখান থেকেই। ১৯৮৭ সালে এনএসডি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে পাড়ি জমান তিনি মুম্বাইয়ে। থিয়েটার এবং টেলিভিশনে মূলত তাঁর অভিনয় জীবনের শুরু হলেও খুব শীঘ্রই বলিউড চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হয়। ১৯৮৮ সালে পরিচালক ‘মিরা নায়ার’-এর ‘সালাম বম্বে’ ছবিতে পত্র লেখক ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তাঁর চলচ্চিত্রের হাতেখড়ি। ভারতীয় গণমাধ্যমে ইরফান খানের অসুস্থতার খবর প্রকাশের পরপরই ভক্তবৃন্দের মাঝে জল্পনা-কল্পনা ও দুশ্চিন্তার শুরু হয়। ইরফান খানের একটি টুইটের ভিত্তিতে এ সংবাদ প্রকাশ করা হয়। ওই টুইটে ইরফান বেশ কয়েকদিন ধরে বিরল রোগে আক্রান্ত বলে উল্লেখ করেন তিনি। যদিও কী সেই অসুস্থ, তা খোলাসা করেননি এই অভিনেতা। আর তাতেই উঠছে গুজব। এই প্রসঙ্গে বার বার উঠে আসছে ব্রেন ক্যানসারের কথা। যদিও এর ভিত্তি পাওয়া যাচ্ছে না। ইরফানের মুম্বাইয়ে ‘কোকিলাবেন’ হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য ভর্তি হওয়া এবং খোদ হাসপাতাল কর্তৃপক্ষেরই সে খবর অস্বীকার করায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এমতাবস্থায় ইরফান পতœী ‘সুতপা শিকদার’ নীরবতা ভেঙ্গে ভক্তদের উদ্দেশে ফেসবুকে খোলা চিঠির মাধ্যমে ইরফানকে এই লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শক্তি যোগানোর আবেদন করেছেন। প্রিয় বন্ধু হিসেবে ইরফানকে সম্বোধন করে স্বামীকে একজন সত্যিকার যোদ্ধা হিসেবেই দেখেন তিনি। চূড়ান্ত রিপোর্ট হাতে এলে সকল জল্পনার অবসান ঘটিয়ে ভক্তদের সব জানাবেন তিনি। ইতোমধ্যে তাঁর সুস্থতা কামনা করে টুইট করেছেন ‘সুনীল শেঠী’, ‘দুলকার সালমান’, ‘আয়ুষ্মান’, ‘পরেশ রাওয়াল’, ‘অভিষেক বচ্চন’ সহ অনেকে। যদিও তাঁর বিরল রোগের কথা জানা যায়নি। তবুও সবার একটাই কামনা তাঁর সুস্থতা। আগেও বলিউডের বহু অভিনেতা কঠিন অসুখের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন। এই তালিকায় আছেন অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান। এ ছাড়াও আছেন বলিউডের বাঙালী পরিচালক অনুরাগ বসুসহ গুণী অভিনেতা ও পরিচালক। সম্প্রতি ইরফানের অসুস্থতার জন্য বন্ধ রয়েছে তাঁর অভিনীত নতুন ছবি ‘ব্ল্যাকমেল’ এর শূটিং। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েও শূটিং চলাকালীন কোন উপসর্গ বুঝতে দেননি বলে মন্তব্য করেন ছবির পরিচালক ‘অভিনয় দেও’। তিনিও তাঁর টুইটে এই গুণী অভিনেতার সুস্থতা কামনা করেন। সর্বশেষ ইরফান পতœী সুতপার পোস্টে ভক্তদের উৎকণ্ঠা বেড়ে গেলেও ছবির শেষ দৃশ্যে যেমন নায়কের জয়ী হওয়া, দর্শকের মুখে ঠিক হাসি ফুটায়, ঠিক তেমনি যোদ্ধা ইরফান খানও ঘুরে দাঁড়াবেন জীবনের এই যুদ্ধে জয়ী হয়ে, হাসি ফুটাবেন তাঁর উদ্বিগ্ন ভক্ত ও শুভাকাক্সক্ষীদের মুখে এই প্রত্যাশা আজ সকলেরই।
×