ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩১, ১৫ মার্চ ২০১৮

টুকরো খবর

ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবি স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ছাত্রলীগ নেতা আশফাক আল রাফী শাওন হত্যার বিচার দাবিতে উত্তাল ও প্রতিবাদমুখর হয়ে উঠেছে ময়মনসিংহ। স্থানীয় এলাকাবাসীসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি এখন জোরালো হয়ে উঠেছে। গত ১৮ দিনেও শাওন হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করে শাওনের বোন ফাইজা ইসরাত ফ্লোরা বুধবার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তৃতাকালে জানান, পুলিশ সবকিছু জানার পরও নির্বিকার। হত্যাকা-ে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি পর্যন্ত এখনও উদ্ধার করতে পারেনি। ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বখাটের ছুরিকাঘাতে সাথী খাতুন নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে। আহত সাথী শহরের হুজরাপুর রেলবাগান এলাকার আব্দুস সামাদের মেয়ে। সে কামাল উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বুধবার সকাল ১০টার দিকে শহরের হুজরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাথী সকাল ১০টার দিকে বাড়ি থেকে তার এক বান্ধবীর সঙ্গে স্কুলে আসছিল। এ সময় হুজরাপুরে পৌঁছলে রেলবাগান এলাকার ফাকু উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (২৫) তাকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তিন মানবপাচারকারী গ্রেফতার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তিনজন মানবপাচারকারীকে গ্রেফতার করেছে। ধৃতরা মানবপাচারের অভিযোগে টাঙ্গাইল সদর থানার একটি সহ একাধিক মামলার আসামি। বুধবার ভোর রাতে পৃথক অভিযান চালিয়ে উখিয়ার মরিচ্যা বাজার ও ইনানী থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ২ স্কুল ছাত্রকে ছুরিকাঘাত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সহপাঠীদের ছুরির আঘাতে রাসেল মাহমুদ ও শাকিল রহমান নামে দুই স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাসরুমের পাশে এ ঘটনা ঘটে। আহত দুইজন ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। রাশেদ মাহমুদ ডাকাতিয়া গ্রামের ইনসার আলীর ছেলে। আর শাকিল রহমান একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। জানা গেছে, আহত রাসেলের সঙ্গে একই ক্লাসের ছাত্র জয়ের বিরোধ ছিল। প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৪ মার্চ ॥ প্রেমের ফাঁদে ফেলে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি। দিনভর আটকে রেখে দুই যুবককে নির্যাতন। খবর পেয়ে মঙ্গলবার রাতে দাউদকান্দির গৌরীপুর পাতাতা রেস্তরাঁয় অভিযান চালিয়ে যুবতী ও ম্যানেজারসহ অপরাধ চক্রের ৬ সদস্যকে আটক এবং দুই যুবককে উদ্ধার করেছে গৌরীপুর ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় রাতেই দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মুরাদনগর উপজেলার পুনিয়াটন গ্রামের নবীর হোসেনের স্ত্রী সাথী আক্তার দিয়ানা মঙ্গলবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দীঘলগাঁও গ্রামের মোখলেছুর রহমানের পুত্র দুবাই প্রবাসী ইসমাইলকে মোবাইল ফোনে গৌরীপুর পাতাতা রেস্তরাঁয় আমন্ত্রণ জানায়।
×