ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ০৬:৩০, ১৫ মার্চ ২০১৮

বিনামূল্যে চিকিৎসা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতার মাস থেকে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে সব ধরনের চিকিৎসা-ওষুধপত্র দেয়া এবং পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য সরকার ২ হাজার ২৬৭ কোটি টাকা অনুমোদন দিয়েছে। প্রতি জেলায় মুক্তিযোদ্ধা পল্লী গড়ে তোলার জন্য জেলা প্রশাসকদের জায়গা নির্ধারণের জন্য বলা হয়েছে।’ মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের রামপালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। ইউএনও রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস প্রমুখ। শতভাগ মিড ডে মিল ঘোষণা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ত্রিশ জুনের মধ্যে বাংলাদেশের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ মিড ডে মিল কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হবে। মা’দের মমতা আর ভালবাসায় ভর করে শিশুরা তাদের পড়াশুনা ও মননশীলতার ভিত্তিকে মজবুত করবে। বুধবার সকালে দিনাজপুর শহরের উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্সে শতভাগ মিড ডে মিল ঘোষণা এবং মান সম্মত প্রাইমারী শিক্ষা নিশ্চিতকরণে যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি এ আহ্বান জানান। এ্যাড. মোস্তাফিজুর রহমান বলেন, দিনাজপুরের ১৩টি উপজেলার ১ হাজার ৮শ’ ৬৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচীর শতভাগ বাস্তবায়ন দেশের জন্য একটি মাইল ফলক ও অনুকরণীয় দৃষ্টান্ত।
×