ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম নগর বিএনপি সভাপতি জামিনে মুক্ত

প্রকাশিত: ০৬:২৯, ১৫ মার্চ ২০১৮

চট্টগ্রাম নগর বিএনপি সভাপতি জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জামিনে মুক্তি পেয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন। বুধবার সকালে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। এরপর তাকে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করা হয়। জানা যায়, জামিনের নথিপত্র কারাগারে আসার পর সকাল ১০টার দিকে তিনি মুক্তি লাভ করেন। সেখান থেকে তিনি যান নুর আহমদ সড়কের দলীয় কার্যালয়ে। সেখানে তাকে সংবর্ধনা প্রদান করেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রাহমান শামীম, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ নেতৃবৃন্দ। উল্লেখ্য, জিয়া এতিমখানা মামলায় গত ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন চট্টগ্রামে বিএনপির প্রতিবাদ আয়োজন থেকে গ্রেফতার করা হয় ডাঃ শাহাদাতসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের ১৯ নেতাকর্মীকে। মাদক বিক্রেতাদের ধরিয়ে দেয়ায় ছাত্রকে হত্যা আসামির স্বীকারোক্তি স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় কলেজছাত্র ও পুলিশের সোর্স ইফতেখার মুসফিক জয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। জয় বিভিন্ন সময় পুলিশকে দিয়ে মাদক বিক্রেতাদের ধরিয়ে দেয়ার অপরাধে তাকে খুন করা হয়। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে এ মামলায় গ্রেফতারকৃত এক আসামি ইব্রাহিম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া। ওসি আব্দুস সাত্তার মিয়া গ্রেফতারকৃত ইব্রাহিম ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া স্বীকারোক্তমূলক জবানবন্দীর বর্ণনা দিয়ে বলেন, নিহত জয় পুলিশের সোর্সের কাজ করত। জয় বিভিন্ন সময় মাদক বিক্রেতাদের পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। এতে ইব্রাহিমসহ অন্যরা জয়ের ওপর ক্ষুব্ধ ছিল।
×