ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অটোরিক্সাচালকের মামলা

প্রধান আসামি নায়ক শাকিব খানের নাম বাদ দিয়ে চার্জশীট

প্রকাশিত: ০৬:২৯, ১৫ মার্চ ২০১৮

প্রধান আসামি নায়ক শাকিব খানের নাম বাদ দিয়ে চার্জশীট

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৪ মার্চ ॥ চারবার নির্দেশনার পর হবিগঞ্জের আলোচিত অটোরিক্সাচালকের মামলা থেকে বাংলা চলচ্চিত্র অঙ্গনের সেরা অভিনেতা শাকিব খানকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ডিবি পুলিশ। তবে মামলার আসামি ‘রাজনীতি’ সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকে এই পত্রে অভিযুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহানের আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ ডিবির ওসি শাহ আলম। মামলার বাদী অটোরিক্সাচালক ইজাজুল মিয়া সাংবাদিকদের নিকট ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ওই অভিযোগপত্র প্রত্যাখ্যান করে বলেন, প্রধান আসামি শাকিব খানকে বাদ দিয়ে এমন অভিযোগপত্র দেয়া রহস্যেরই ইঙ্গিত বহন করে। ইজাজুল আরও বলেন, আমি শুধু শাকিব খানকেই চিনি। অন্য কাউকে নয়। কে শাকিবকে নাম্বার দিয়েছে, তাও আমার জানার দরকার নেই। আমি চাই, প্রধান আসামি শাকিব খানকে অভিযুক্ত করে এই চার্জশীট দেয়া হোক। ইজাজুল আরও বলেন, আমি এখন আমার আইনজীবীর সঙ্গে আলাপ করে উক্ত পত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেব। মামলার আইনজীবী এই অভিযোগপত্র নিয়ে সাংবাদিকদের নিকট দেয়া প্রতিক্রিয়ায় বলেছেন, শাকিব খান এক নম্বর আসামি। তার মুখ থেকেই মোবাইল নম্বরটি উচ্চারিত হয়েছে। অতএব শাকিব খানকে বাদ দিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা ঠিক হয়নি।
×