ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিখোঁজ সন্তানকে ফিরে পেতে অসহায় পিতা-মাতার আকুতি

প্রকাশিত: ০৬:২৭, ১৫ মার্চ ২০১৮

নিখোঁজ সন্তানকে ফিরে পেতে অসহায় পিতা-মাতার আকুতি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৪ মার্চ ॥ সাপাহারে নিজ কন্যা সন্তানকে ফিরে পেতে অসহায় এক পিতা-মাতা প্রশাসনসহ সমাজের সকল স্তরের মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছে। তারা এখন সরকারদলীয় স্থানীয় নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন। জানা গেছে, উপজেলার গোয়ালা গ্রামের হতদরিদ্র পিতা আঃ বারী ও মাতা নবীজা বেগমের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কন্যা হানেফা খাতুন (১৬)কে আকর্ষণীয় বেতনে জেলার নজিপুর নুরজাহান ফিলিং স্টেশনের মালিক সেলিমের রাজধানী ঢাকা শহরের পল্লবী থানার সেকশন-১২ সি-ব্লকে ১নং রোডে ১৯নং ভাড়া বাসায় কাজ করার জন্য একই গ্রামের মাসুম ও মুশফিকুর গত ২০১৭ সালের অক্টোবর মাসের ২৩ তারিখে হানেফার মাতা-পিতাকে সঙ্গে করে নজিপুর নুরজাহান ফিলিং স্টেশনে নিয়ে যায়। সেখানে ৩মাসে ২০হাজার টাকা চুক্তি করে ৫হাজার টাকা নিয়ে ওই ফিলিং স্টেশনের মালিক সেলিমের নিকট তাদের কন্যা হানেফাকে রেখে বাসায় ফিরে আসে। পরদিন ফিলিং স্টেশন মালিক সেলিম কাজের মেয়ে হিসেবে হানেফা খাতুনকে সঙ্গে করে রাজধানী ঢাকা শহরে তার ভাড়ার বাসায় নিয়ে যায়। চুক্তি মোতাবেক ৩ মাস কাজ শেষে হানেফা নিজ বাসায় ফিরতে চাইলে চতুর সেলিম আরও ২মাসের কথা বলে তার পিতা-মাতার নিকট থেকে সময় নেয়। এরই মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি হানেফা বাসায় ফিরতে চেয়ে তার পিতা-মাতাকে ফোনে জানালে তার পিতা-মাতা মেয়েকে ফেরত আনতে মালিক সেলিমের সঙ্গে কথা বলে। তারা কবে মেয়েকে আনতে ঢাকায় যাবে এ বিষয়ে ৫মার্চ সেলিমের সঙ্গে কথা বলতে গেলে সেলিম রাগান্বিত হয়ে তার মেয়ে কোথায় সে জানে না বলে ফোন কেটে দেয়। এসময় হানেফার অসহায় পিতা-মাতা বিচলিত হয়ে মেয়ের খোঁজখবর নিয়ে জানতে পারে তার মেয়ে এখন আর তাদের বাসায় নেই।
×