ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর পটিয়া সফর উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশিত: ০৬:২৩, ১৫ মার্চ ২০১৮

প্রধানমন্ত্রীর পটিয়া সফর উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ১৪ মার্চ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার পটিয়া যাচ্ছেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের ্উদ্যোগে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এ উপলক্ষে বুধবার সকালে পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিনিধি সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকম শামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি একেএম এনামুল হক শামীম। বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান চৌধুরী শেখর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ প্রমুখ। রাজশাহীতে পদ্মা বাঁচানোর দাবি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ‘পদ্মা নদী বাঁচলে, রাজশাহী বাঁচবে’ এ স্লোগানে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বুধবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে যৌথভাবে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী থেকে নদীতে পানির প্রবাহ বাধামুক্ত, রেগুলেটরি কমিশনের মাধ্যমে নদী তদারকি ও প্রতি জেলায় কমিশনের ইউনিটের দাবি জানানো হয়। বাপা রাজশাহী জেলা কমিটির সভাপতি জামাত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন থেকে অবিলম্বে নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা দখলমুক্ত ও নদী ড্রেজিং এবং প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বদিউজ্জামান রবু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, ওয়ার্কার্স পার্টির নগর সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, জাপা রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন মিন্টু, জাসদ নগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী প্রমুখ।
×