ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ডিজিটালমেলা

মওলানা ভাসানী ভার্সিটির প্রথম স্থান অর্জন

প্রকাশিত: ০৬:২৩, ১৫ মার্চ ২০১৮

মওলানা ভাসানী ভার্সিটির প্রথম স্থান অর্জন

প্রধানমন্ত্রীর দফতরের এক্সেস টু ইনফরমেশনের অধীন টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ এ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও উদ্ভাবক হিসেবে পুরস্কৃত হয়েছে। সোমবার বিকেল ৫টায় শিল্পকলা একাডেমিতে টাঙ্গাইল জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন এ পুরস্কার প্রদান করেন। মেলায় মাভাবিপ্রবি উন্মুক্ত বিদ্যালয় শীর্ষক উদ্ভাবনী প্রকল্পের জন্য শ্রেষ্ঠ উদ্ভাবক হিসেবে পুরস্কৃত হয়। এ প্রকল্পে বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী দ্বারা সুবিধা বঞ্চিত স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার প্রোগ্রামিং শেখানো হয়। পরে পুরস্কারটি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের শিক্ষক জিয়াউর রহমান, বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি
×