ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চতুর্থপর্বে ডেল পোত্রো

প্রকাশিত: ০৬:১৯, ১৫ মার্চ ২০১৮

চতুর্থপর্বে ডেল পোত্রো

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমের শুরু থেকেই টেনিস কোর্টে দাপট দেখাচ্ছেন জুয়ান মার্টিন ডেল পোত্রো। দারুণ জয়ে ইন্ডিয়ান ওয়েলসের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন আর্জেন্টাইন তারকা। তৃতীয় রাউন্ডে মঙ্গলবার বিশ্বের আট নম্বর তারকা ডেল পোত্রো ৬-৪ এবং ৭-৬ (৭/৩) গেমে স্পেনের ডেভিড ফেরারকে পরাজিত করে হার্ডকোর্ট এই মাস্টার্স টুর্নামেন্টে নিজের আধিপত্য ধরে রেখেছেন। সেই সঙ্গে ডেভিড ফেরারকে টানা পাঁচ ম্যাচে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। তবে ডেল পোত্রোর জয়ের দিনে হেরে গেছেন ক্রোয়েশিয়ার দ্বিতীয় বাছাই মারিন চিলিচ, ফ্রান্সের গায়েল মনফিলস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাক সক। ২০১৩ সালের উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে জয়ের পর থেকে ফেরারের বিপক্ষে আর কোন ম্যাচে হার দেখেননি ডেল পোত্রো। স্প্যানিশ তারকার বিপক্ষে তার পারফর্মেন্স এখন ৭-৬। মঙ্গলবার টানা পঞ্চমবারের মতো ফেরারকে হারিয়ে উচ্ছ্বসিত ডেল পোত্রো। এ প্রসঙ্গে ২৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমরা সবসময়ই কঠিন ম্যাচ খেলেছি, কিন্তু এক্ষেত্রে আমি সৌভাগ্যবান। এই ম্যাচেও টাইব্রেকে আমি ভাল খেলেছি। এছাড়া গুরুত্বপূর্ণ মুহূর্তে সার্ভিসও ভাল করেছি। তা না হলে ম্যাচের ফলাফল ভিন্ন রকমের কিছুও হতে পারত।’ পরের ম্যাচে ডেল পোত্রোর প্রতিপক্ষ তারই স্বদেশী সতীর্থ লিওনার্দো মায়ার। তৃতীয় রাউন্ডের ম্যাচে মায়ার জাপানিজ বাছাই টারো ড্যানিয়েলকে ৬-৪ এবং ৬-১ গেমে পরাজিত করে চতুর্থপর্বের টিকেট নিশ্চিত করেন। ২০১৩ সালে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ডেল পোত্রো। ২০১৪ সালের পর এ বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০’এ উঠে আসেন তিনি। চলতি মাসের শুরুতে আকাপুলকোতে চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব অর্জন করেছেন এই আর্জেন্টাইন তারকা। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ক্যারিয়ারের ২১তম শিরোপা জয় করেন তিনি। সেই টুর্নামেন্টে শিরোপা জয়ের পথে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ খেলোয়াড়ের মধ্যে তিনজনকে পরাজিত করেন তিনি। ফাইনালে দক্ষিণ আফ্রিকার কেভিন এ্যান্ডারসনকে ৬-৪, ৬-৪ গেমে পরাজিত করে শিরোপা জয় করেছিলেন ডেল পোত্রো। তাই ইন্ডিয়ান ওয়েলসেও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো তার। এদিকে মঙ্গলবার দিনের অপর ম্যাচে বিশ্বের তিন নম্বর খেলোয়াড় মারিন চিলিচ জার্মানির ফিলিপ কোলশ্রেইবারের কাছে ৬-৪ এবং ৬-৪ গেমে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন। গত তিনটি গ্র্যান্ডস্লামের দুটিরই ফাইনালে পৌঁছেন ২৯ বছর বয়সী চিলিচ। কিন্তু এবারের মৌসুমে এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না তিনি। ইন্ডিয়ান ওয়েলসের চতুর্থ রাউন্ডে কোলশ্রেইবারের প্রতিপক্ষ অবাছাই পিয়েরে হিউজেস হারবার্ট। তৃতীয়পর্বে সমর্থকদের হতাশ করেছেন গায়েল মনফিলস এবং জ্যাক সকও। ফ্রান্সের অখ্যাত পিয়েরে হিউজেস হারবার্টের সঙ্গে ৬-২ এবং ৩-১ গেমে পিছিয়ে থাকার পরই অবসর নিয়ে নেন গায়েল মনফিলস। আর তাতেই চতুর্থ রাউন্ডের টিকেট নিশ্চিত হয়ে যায় হারবার্টের। অন্য ম্যাচে স্পেনের ২৮তম বাছাই ফেলিসিয়ানো লোপেজের কাছে কঠিন লড়াইয়ের পর ৭-৬ (৮/৬), ৪-৬ এবং ৬-৪ গেমে হার মানেন যুক্তরাষ্ট্রের জ্যাক সক।
×