ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘নেইমার-পিএসজির বর্তমান, ভবিষ্যত’

প্রকাশিত: ০৬:১৮, ১৫ মার্চ ২০১৮

‘নেইমার-পিএসজির বর্তমান, ভবিষ্যত’

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারের বার্সিলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) আসা নিয়ে কম নাটক হয়নি। শেষ পর্যন্ত বিশ্বরেকর্ড গড়ে ন্যুক্যাম্প ছেড়ে প্যারিসে আসেন তিনি। কিন্তু এখানে নাকি নেইমার ভাল নেই। শুরু থেকেই এমন গুঞ্জন। সম্প্রতি ইনজুরি আক্রান্ত হয়ে মাঠের বাইরে যাওয়ার পর খবরটা আরও বেশি রটেছে। এমন অবস্থায় শোনা যাচ্ছে, বিশ্বকাপের আগেই নাকি ফের স্পেনে ফিরতে পারেন নেইমার। তবে এবার বার্সিলোনা নয়, যেতে পারেন কাতালানদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে। এমন খবর যখন বাতাসে তখন পিএসজি কোচ উনাই এমেরি জানিয়ে দিয়েছেন, এসব নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। এরই মধ্যে নেইমারের বাবাও গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি এক সাক্ষাতকারে বলেছেন, নেইমার পিএসজির বর্তমান, ভবিষ্যত। এখানে সে ভাল আছে। বর্তমােেন একদিকে নেইমারের চিকিৎসা চলছে, অন্যদিকে গুঞ্জন ডালপাল মেলেছে প্যারিস ছাড়ার। বিশ্বসেরা হতে নাকি স্পেনে যাওয়া ছাড়া উপায় নেই। তবে গুঞ্জনে বিতর্কও দেখা দিয়েছে। কেউ কেউ বলছে, পুরনো ক্লাব বার্সিলোনায় ফিরতে চান নেইমার। যদিও এরই মধ্যে লিওনেল মেসি নাকি বলে দিয়েছেন বার্সার প্রয়োজন নেই নেইমারকে। কিন্তু বার্সায় নেইমারের সতীর্থ কুটিনহো জানিয়েছেন, নেইমার বার্সায় আসলে তো দারুণ হবে। নানা গুঞ্জনের ডালপালা এমনভাবে মেলেছে যে, শঙ্কিত পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি সোজা গিয়ে হাজির হয়েছেন নেইমারের বাড়িতে। রিও ডি জেনিরোর পাশে যেখানে তার রিহ্যাব চলছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর সত্যি হলে পিএসজি মালিকের মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হবে। কারণ ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমারকে কিনে তিনি কী পেয়েছেন! তার স্বপ্নই যে বাস্তবায়ন হয়নি এ কারণে নেইমারকে শান্ত করতে নাকি ব্রাজিল গিয়ে হাজির হয়েছেন তিনি। শোনা যাচ্ছে, নেইমার নাকি তার বাবাকে বলে দিয়েছেন, আগামী বিশ্বকাপের আগেই রিয়াল মাদ্রিদে তার যাওয়ার বিষয়টা নিশ্চিত করে ফেলতে। এ ক্ষেত্রে আবার নেইমারকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে নাইকি। অর্থনৈতিক ডিলের বিষয়টা দেখভাল করবে তারাই। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়ে মাঠ থেকে বিদায় নিতে হয়েছিল নেইমারকে। যে কারণে সেমিফাইনালে খেলতে পারেননি তিনি। সেই একই কারণে জার্মানির কাছে ব্রাজিলকেও হারতে হয়েছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে। এবারও বিশ্বকাপের ঠিক আগে ইনজুরিতে তিনি। তবে এবার আর বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তায় থাকতে চান না তিনি। এ কারণেই দ্রুত পায়ে অস্ত্রোপচার করিয়েছেন। শোনা যাচ্ছে, ইতোমধ্যে নেইমারের বাবা রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগও করেছেন। ৪০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজি থেকে নেইমারের রিয়ালে আসার বিষয়টিও চূড়ান্ত করে নিচ্ছেন। নেইমারের সঙ্গে ফরাসী ক্লাবটির সভাপতি ব্রাজিলে গিয়ে দেখা করায় নতুন মাত্রা পেয়েছে। তবে তাতে মোটেও উদ্বিগ্ন নন পিএসজি কোচ উনাই এমেরি। দল-বদলের সঙ্গে ক্লাব সভাপতির এই সফরের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন পিএসজি কোচ এমেরি। তার দাবি নেইমারের ভবিষ্যত প্রশ্নে কোন কিছুই পরিবর্তন হয়নি। এমেরি বলেন, আমি কয়েক মাস ধরেই এ ব্যাপারে কথা বলছি। আমার মতামত পরিবর্তন হয়নি। নেইমারের মতো একজন খেলোয়াড়কে নিয়ে আমাদের পরিকল্পনা আগের মতোই আছে।
×