ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্ডিয়ান ওয়েলসে জয়ের ধারায় হ্যালেপ-ওসাকা

প্রকাশিত: ০৬:১৮, ১৫ মার্চ ২০১৮

ইন্ডিয়ান ওয়েলসে জয়ের ধারায় হ্যালেপ-ওসাকা

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসে জয়রথ ছুটছেই সিমোনা হ্যালেপ, ক্যারোলিনা পিসকোভা, ভেনাস উইলিয়ামস এবং নাওমি ওসাকার মতো তারকাদের। মঙ্গলভার দুর্দান্ত জয়েই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছেন তারা। তবে ইন্ডিয়ান ওয়েলসের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। রাশিয়ার দারিয়া কাসাতকিনার কাছে হেরে চতুর্থপর্ব থেকে বিদায় নেন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন। এর ফলে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা আরও কিছুদিন যে হ্যালেপের দখলেই থাকছে তা নিশ্চিত। মঙ্গলবার টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিমোনা হ্যালেপ চীনের ওয়াং কিয়াংয়ের মুখোমুখি হয়েছিলেন। শেষ পর্যন্ত ম্যাচটা ৭-৫ এবং ৬-১ গেমে হারিয়েছেন চীনা তারকাকে। পরের রাউন্ডে হ্যালেপের প্রতিপক্ষ এখন ক্রোয়েশিয়ার অবাছাই পেত্রা মার্টিচ। মঙ্গলবার চতুর্থপর্বের ম্যাচে মার্টিচ ৬-৩ এবং ৭-৬ (৭/৪) গেমে পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের অখ্যাত মার্কেটা ভোন্ডরাউসোভাকে। দিনের অন্য ম্যাচে জাপানের নাওমি ওসাকা পরাজিত করেছেন জার্মানির মারিয়া সাক্কারিকে। এদিন তিনি ৬-১, ৫-৭ এবং ৬-১ গেমে পরাজিত করেন মারিয়া সাক্কারিকে। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ভেনাস উইলিয়ামসও। এদিন তিনি ৭-৬ (৮/৬) এবং ৬-৪ গেমে পরাজিত করেন লাটভিয়ার এ্যানাস্তাসিজা সেভাস্তোভাকে। এর আগে তৃতীয়পর্বের ম্যাচে ছোট বোন সেরেনা উইলিয়ামসকে হারিয়েই চতুর্থপর্বের টিকেট কেটেছিলেন ভেনাস উইলিয়ামস। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই টেনিস কোর্টের বাইরে ছিলেন সেরেনা। দীর্ঘ ১৪ মাসেরও বেশি সময় পর এই ইন্ডিয়ান ওয়েলস দিয়েই মহিলা এককে কোর্টে ফেরেন তিনি। কিন্তু শুরুটা জয় দিয়ে করলেও তৃতীয়পর্বের ম্যাচেই থেমে যান ওপেন যুগের সর্বোচ্চ গ্র্যান্ডস্লামের মালিক। তাও আবার বড় বোন ভেনাস উইলিয়ামসের কাছে হেরে। চতুর্থপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে চেক প্রজাতন্ত্রের পঞ্চম বাছাই ক্যারোলিনা পিসকোভা ৬-১, ৭-৬ (৭/২) গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের এমান্ডা আনিসিমোভাকে। স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো ৬-২ এবং ৬-৪ গেমে হারান মার্কিন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল্লে কোলিন্সকে। তবে সমর্থকদের হতাশ করেছেন ক্যারোলিন ওজনিয়াকি। রাশিয়ার ২০তম বাছাই দারিয়া কাসাতকিনার কাছে ৬-৪ এবং ৭-৫ গেমে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান ক্যারোলিন ওজনিয়াকি। অথচ চলতি মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেই চ্যাম্পিয়ন হয়েছিলেন ডেনমার্কের এই টেনিস তারকা।
×