ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছেলেদের বিভাগে সেরা রাজশাহী

যুব গেমস ফুটবলে চ্যাম্পিয়ন ঢাকার মেয়েরা

প্রকাশিত: ০৬:১৮, ১৫ মার্চ ২০১৮

যুব গেমস ফুটবলে চ্যাম্পিয়ন ঢাকার মেয়েরা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ যুব গেমসে অন্যতম আকর্ষণীয় ডিসিপ্লিন ফুটবলের চূড়ান্তপর্বের সব খেলা বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেষ হয়েছে। এতে মহিলা বিভাগে স্বর্ণপদক জিতেছে ঢাকা বিভাগ। সকালে অনুষ্ঠিত ফাইনালে তারা ময়মনসিংহকে হারায় ৩-১ গোলে। খেলায় প্রথম গোলটি করে ময়মনসিংহ। তবে আত্মঘাতী। ময়নার আত্মঘাতী গোলে ১-০ গোলে এগিয়ে যায় ঢাকা। মজার ব্যাপারÑ সেই ময়নাই তিন মিনিট পরেই ‘পাপের প্রায়শ্চিত্ত’ করে ‘আসল’ গোল করে। ১-১এ সমতায় ফেরে ময়মনসিংহ। ৮৬ মিনিটে ঢাকাকে আবারও এগিয়ে নেয় রতœা। দুই মিনিট পর শাহিদার গোলে স্কোরলাইন ৩-১ করে জয় নিশ্চিত করে ফেলে ঢাকা। সেমিফাইনালেও আট গোল করে দলকে টেনে তুলেছিল শাহিদা। বাকি সময়ে ময়মনসিংহ একাধিক আক্রমণ করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে গ্যালারিতে ঢাকার সমর্থকরা উল্লাসে মাতেন। স্বর্ণজয়ের উল্লাসে মাঠ মাতায় ঢাকা দল। একই ভেন্যুতে দুপুরে অনুষ্ঠিত ছেলেদের ফাইনালে রাজশাহী ৪-১ গোলে সিলেটকে বিধ্বস্ত করে স্বর্ণপদক করায়ত্ত করে। দলের জয়ে সবচেয়ে বড় অবদান মিডফিল্ডার মোহাম্মদ পিয়াসের। ১টি করে গোল করে আকাশ এবং সজীব। বিজিত দলের একমাত্র গোল...। ম্যাচের শুরু থেকেই পরিকল্পিত এবং আক্রমণাত্মক খেলে রাজশাহী। সে তুলনায় সিলেটের খেলা ছিল তার ঠিক উল্টোটি। প্রতিপক্ষের দুর্বলতাগুলো ভালমতো কাজে লাগিয়ে একের পর এক গোল আদায় করে নেয় রাজশাহী। ম্যাচের বয়স যখন ২৭ মিনিট, তখন বক্সের ভেতর থেকে বাঁ পায়ের তীব্র শটে জালে জড়িয়ে দলকে এগিয়ে দেয় পিয়াস। ৫৫ মিনিটে আবার সিলেটের রক্ষণ ভেঙ্গে বল জালে ঠেলে দেয় পিয়াস। ২-০ ব্যবধানে এগিয়ে যায় রাজশাহী। ৬১ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলে আকাশ। এর ঠিক চার মিনিট পরে রক্ষণ ভেঙ্গে ব্যবধানে ৪-০তে নিয়ে যায় স্ট্রাইকার সজীব। ম্যাচ শেষের ৯ মিনিট আগে অধিনায়ক আকাশের সান্ত¡নাসূচক গোল ব্যবধান কমায় সিলেট (১-৪)। দুটি ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি তাবিথ আউয়াল, বাফুফের সদস্য ইকবাল হোসেন এবং জাকির হোসেন ও বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) সদস্য মাহমুদ জামিল। অন্যান্য ইভেন্টের ফল ॥ ক্রমেই শেষ হয়ে আসছে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ যুব গেমস। এক নজরে দেখে নেয়া যাক বুধবারের আদ্যোপান্ত। শেষ হলো শূটিং ॥ বুধবার গুলশান শূটিং কমপ্লেক্সে শেষ হলো শূটিং প্রতিযোগিতা। এতে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে মেট্রোপলিটন শূটিং ক্লাবের সাকের আহমেদ, মেয়েদের একই ইভেন্টে পটুয়াখালী রাইফেল ক্লাবের নুসরাত রহমান নিশা, মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে চট্টগ্রাম রাইফেল ক্লাবের সুমাইরা মোর্শেদ স্বর্ণপদক জেতে। দাবায় বরিশাল ও ঢাকার সাফল্য ॥ র‌্যাপিড দলগত বালক দাবায় বরিশাল বিভাগ স্বর্ণ ও দলগত বালিকায় ঢাকা বিভাগ স্বর্ণপদক জিতেছে। বরিশাল ৭ ম্যাচে ১২ ম্যাচ পয়েন্ট পেয়ে দলগত দাবায় স্বর্ণপদক লাভ করে। বরিশালের খেলোয়াড়রা হলো- ফিদেমাস্টার ফাহাদ রহমান, জিহাদ হোসেন, মেহেদী হাসান ও ইমাম হোসেন। ঢাকা বালিকা দল ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক জয় করে। ঢাকার খেলোয়াড়রা হলো- কাজী জারিন তাসনিম, মারজিয়া চৌধুরী, নোশিন আঞ্জুম ও ওয়াদিফা আহমেদ। হকিতে খুলনার মেয়েরা, রংপুরের ছেলেরা সেরা ॥ মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। ছেলেদের গ্রুপে সেরা হয়েছে রংপুর বিভাগ। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মেয়েদের শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনা ৪-১ গোলে হারায় ঢাকাকে। ছেলেদের ফাইনালে রাজশাহীকে ৪-৩ গোলে হারায় রংপুর। হ্যান্ডবলে চ্যাম্পিয়ন চট্টগ্রামের ছেলেরা ॥ বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিভাগ। ক্যাপ্টেন মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে একপেশে ফাইনালে চট্টগ্রাম ২৩-৮ গোলে ময়মনসিংহকে হারিয়ে স্বর্ণ জিতে নেয়। বক্সিংয়ে রাজশাহী সেরা ॥ ১০ ইভেন্টের মধ্যে পাঁচটিতেই স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগ। তিনটি স্বর্ণপদক পেয়ে রানার্সআপ খুলনা বিভাগ। বাকি দুটি পদক পায় বরিশাল ও ঢাকা বিভাগ। তবে বালক বিভাগে ৬টি ইভেন্টের মাঝে চারটি স্বর্ণ এবং বালিকা বিভাগে চারটি ইভেন্টের মাঝে একটি স্বর্ণপদক রাজশাহীর দখলে। কাবাডির বালকে সেরা চট্টগ্রাম ও বালিকায় ময়মনসিংহ ॥ বালক বিভাগে চট্টগ্রাম ও বালিকায় ময়মনসিংহ সেরার খেতাব জিতেছে। পল্টনের কাবাডি স্টেডিয়ামে দুই গ্রুপের ফাইনালের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ যুব গেমসের কাবাডি। ফাইনালে বালক বিভাগে চট্টগ্রাম ৩০-২৭ পয়েন্টে সিলেট বিভাগকে এবং বালিকা গ্রুপের ফাইনালে ময়মনসিংহ ৪৩-১৬ পয়েন্টে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে সেরা হয়। ভলিবলের বালকে খুলনা, বালিকায় চট্টগ্রাম সেরা ॥ বালক গ্রুপে ও বালিকা গ্রুপে স্বর্ণপদক জিতেছে চট্টগ্রাম বিভাগ। ঢাকা ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা গ্রুপের ফাইনালে চট্টগ্রাম বিভাগ ৩-০ সেটে সিলেট বিভাগকে এবং বালক বিভাগে খুলনা ৩-২ সেটে চট্টগ্রামকে হারিয়ে স্বর্ণ জেতে।
×