ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৬০ বছর পর সেভিয়া, ১০ বছর পর রোমা

প্রকাশিত: ০৬:১৬, ১৫ মার্চ ২০১৮

৬০ বছর পর সেভিয়া, ১০ বছর পর রোমা

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের মর্যাদার আসরে ইংলিশ দলগুলোর বেহাল অবস্থা আরেকবার প্রমাণ হয়েছে। এবার আসরটির শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। মঙ্গলবার রাতে প্রিকোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে স্প্যানিশ ক্লাব সেভিয়ার কাছে ১-২ গোলে হেরেছে ম্যানইউ। এর আগে সেভিয়ার মাঠে প্রথম লেগের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। দুই লেগ মিলিয়ে তাই ২-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সেভিয়া। এর ফলে অসাধারণ একটি রেকর্ডও গড়েছে তারা। ৬০ বছর পর সেভিয়া ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরের সেরা আটে উঠে এসেছে। প্রথম লেগে দারুণ জয়ের পরও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে শাখতার ডোনেস্ককে। ইউক্রেনের ক্লাবটি ইতালি সফরে স্বাগতিক ক্লাব এএস রোমার কাছে ১-০ গোলে হেরেছে। ইউক্রেনের মাঠে প্রথম লেগে স্বাগতিক ক্লাব জিতেছিল ২-১ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ২-২ গোলে সমতা বিরাজ করে। কিন্তু প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে ১০ বছর পর কোয়ার্টারের টিকেট পেয়েছে রোমা। ওল্ডট্র্যাফোর্ডে পুরো ম্যাচে আধিপত্য ধরে যোগ্যতর দল হিসেবেই জয় তুলে নেয় সেভিয়া। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার দুই মিনিটের মধ্যে বেন ইয়েডেরের গোলে এগিয়ে যায় সেভিয়া। চার মিনিট পর ইয়েডের ব্যবধান দ্বিগুণ করলে নতুন ইতিহাস রচনার স্বপ্নে বিভোর হয়ে ওঠে সেভিয়া। ৮৪ মিনিটে রোমেলু লুকাকু ইউনাইটেডের পক্ষে এক গোল শোধ করলেও তা ম্যাচ বাঁচাতে যথেষ্ট ছিল না। ইউনাইটেড কোচ জোশে মরিনহোর সিদ্ধান্তে পল পোগবাকে আরেকবার মূল একাদশের বাইরে রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। পোগবার পরিবর্তে ম্যাচে শুরুর ঠিক আগ মুহূর্তে মারোনে ফেলাইনিকে মূল একাদশে অন্তর্ভুক্তি অনেককেই বিস্মিত করেছে। প্রথম ম্যাচেও পোগবা বদলি বেঞ্চে ছিলেন। সপ্তাহের শেষে লিভারপুলের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচটি থেকে আর একটিমাত্র পরিবর্তন করেছিলেন মরিনহো, জুয়ান মাতার পরিবর্তে ম্যাচ শুরু করেন জোসে লিনগার্ড। ম্যাচের শুরুতেই লিনগার্ড গোলের সুযোগ সৃষ্টি করেন, কিন্তু তা কাজে লাগাতে পারেননি লুকাকু। প্রথম লেগে প্রায় পুরোটা সময়ই সেভিয়া আধিপত্য বিস্তার করে খেলেছিল। কিন্তু ডেভিড ডি গিয়ার কল্যাণে সে যাত্রা রক্ষা পায় ইউনাইটেড। ফিরতি লেগেও এর ব্যতিক্রম ছিল না। জোয়াকুইন কোরিয়ার হেড অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে চলে যায়, লুইস মুরিয়েল ও ফ্যাংকো ভাজকুয়েজ গোল এরিয়ার মধ্যে ভাল পজিশনে থাকলেও তা কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধে সেভিয়ার ১০টি শটের মধ্যে একমাত্র মুরিয়েলের শটটি দুর্বল ছিল। মধ্যমাঠে ফেলাইনিকে খেলানোর সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে দেখা দিয়েছে। সেভিয়ার শারীরিক শক্তিমত্তার কাছে বারবার পরাস্ত হতে হয়েছে ফেলাইনিকে। প্রথমার্ধের মতো দ্বিতয়ার্ধের শুরুটাও দারুণ করে অতিথিরা। কোরিয়ার শট শেষ মুহূর্তে লাইনের ওপর থেকে এরিক বেইলি ক্লিয়ার না করলে তখনই এগিয়ে যেতে পারতো স্প্যানিশ ক্লাবটি। ফেলাইনির পরিবর্তে অবশেষে ঘণ্টাখানেক পর ফরাসী তারকা পোগবাকে মাঠে নামান মরিনহো। মুরিয়েলের পরিবর্তে ৭২ মিনিটে মাঠে নেমে দুই মিনিটের মধ্যেই কোচের আস্থার প্রতিদান দিয়েছেন বেন ইয়েডের। পাবলো সারাবিয়ার পাস থেকে লো শটে ডি গিয়ার বাম হাতের কর্নার দিয়ে বল জালে জড়ান এই ফরাসী স্ট্রাইকার। এক গোলে পিছিয়ে থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠা মরিনহো এ্যান্থনী মার্শাল ও জুয়ান মাতাকে নামিয়েও কোন সুফল পাননি। উল্টো ৭৮ মিনিটে বেন ইয়েডের ব্যবধান দ্বিগুণ করলে সেভিয়ার জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এদিকে ফিরতি লেগে রোমার ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে খেলতে আসে শাখতার। দশজনের দল নিয়ে এবার আর জিততে পারেনি ইউক্রেনের ক্লাবটি। সর্বশেষ ২০০৮ সালে শেষ আটে খেলেছিল রোমা। ইডেন জেকোর গোলে ১০ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে ইতালিয়ান ক্লাবটি।
×