ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এশিয়ান গেমস হকি বাছাইপর্বের সেমিফাইনাল

আজ শ্রীলঙ্কাকে হারালেই ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৬, ১৫ মার্চ ২০১৮

আজ শ্রীলঙ্কাকে হারালেই ফাইনালে বাংলাদেশ

রুমেল খান ॥ ‘এ’ গ্রুপে টানা ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ জাতীয় হকি দল। ফাইনালে নাম লেখাতে হলে বাধা হচ্ছে আর মাত্র একটি। আর সে বাধার নাম শ্রীলঙ্কা। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে আজ ওমানের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে রাত ৮টায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজবাহিনী। রাত সোয়া ১০টায় স্বাগতিক ওমান অপর সেমিতে মোকাবেলা করবে থাইল্যান্ডের। এখন দেখা যাক বাংলদেশ ও শ্রীলঙ্কা কিভাবে উঠে এলো শেষ চার পর্যন্ত। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে থাইল্যা-কে উড়িয়ে দেয়। পরের ম্যাচে ৫-১ গোলে বিধ্বস্ত করে হংকংকে। তৃতীয় ও শেষ ম্যাচে ২৫-০ গোলে শোচনীয়ভাবে হারিয়ে দেয় আফগানিস্তানকে। এই জয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয় মাহবুব হারুনের শিষ্যরা। পক্ষান্তরে শ্রীলঙ্কা তাদের প্রথম গ্রুপ ম্যাচে কাজাখস্তানকে ৬-০ গোলে হারিয়ে শুভসূচনা করে। দ্বিতীয় ম্যাচে অবশ্য স্বাগতিক-শক্তিশালী ওমানের কাছে ১-৫ গোলে হেরে হোঁচট খায়। তৃতীয় ও শেষ ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-১ গোলে হারিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর পাশাপাশি ‘বি’ গ্রুপের রানার্সআপ হওয়াটা নিশ্চিত করে এবং নাম লেখায় শেষ চারে। বাংলাদেশ টুর্নামেন্টে এ পর্যন্ত সবচেয়ে বেশি দলীয় গোল (৩৫) করেছে। আর সবচেয়ে কম গোলও (১) হজম করেছে (সবচেয়ে বেশি গোল হজম করেছে আফগানিস্তান, ৬৭টি)। পক্ষান্তরে শ্রীলঙ্কা ১১ গোল করার বিপরীতে হজম করেছে ৬ গোল। টুর্নামেন্টে এখন পর্যন্ত যে দুটি দল অপরাজিত আছে তাদের একটি দল হলো বাংলাদেশ (অপরটি ওমান)। হকি বিশেষজ্ঞদের ধারণা ঠিক থাকলে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ওমান। বাংলাদেশ দলের প্রথম টার্গেট ছিল কোয়ালিফাই করা। আর দ্বিতীয়টি চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান গেমসের মূলপর্বে খেলা। প্রথম লক্ষ্য পূরণ হয়ে গেছে ইতোমধ্যেই। এবার দ্বিতীয় লক্ষ্য পূরণের পথে আরও দুটি ধাপ বাকি। একটি সেমিফাইনাল খেলা, অন্যটি ফাইনাল খেলা। সেই সেমির দ্বৈরথেই আজ জয়ের বাসনায় নীল টার্ফে নামবেন জিমি-চয়নরা। ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে এশিয়ান গেমস। ইন্দোনেশিয়ার টিকেট পেতে ওমানে লড়বে ১২টি দল। বাংলাদেশ, স্বাগতিক ওমান, সিঙ্গাপুর, চায়নিজ তাইপে, হংকং, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, ইরান এবং আজারবাইজানের সঙ্গে আছে আরও দুটি দেশ। সর্বশেষ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ হয়েছিল ষষ্ঠ। এবার বাছাইপর্বে সেরা চারে থাকার চ্যালেঞ্জ। ৫টি দল বাছাইপর্ব থেকে এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। এ আসর খেলার আগে জিমিদের দলের প্রস্তুতি ছিল প্রায় দেড় মাস। তবে ঘাটতি একটাইÑ প্র্যাকটিস ম্যাচের। ওমানে অবশ্য তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে বাংলাদেশ। সবারই র‌্যাঙ্কিং অবস্থান বাংলাদেশের অনেক পেছনে। আইএইচএফের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৩০। আর শ্রীলঙ্কার ৩৮। বাংলাদেশের গ্রুপে থাকা অন্য চার দলের মধ্যে দুই দলের অবস্থান শুধু উল্লেখ করার মতো। হংকং ৪৫ ও থাইল্যান্ড আছে ৪৭তম অবস্থানে। বাকি দুই দলেরই কোন অবস্থান নেই র‌্যাঙ্কিংয়ে। এ কারণে দেশ ছাড়ার আগে প্রস্তুতি ম্যাচের ওপরও তেমন গুরুত্ব দেয়নি হকি ফেডারেশন। বাংলাদেশ দল ॥ অসীম গোপ, আবু সাঈদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, রেজাউল করিম বাবু, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মামুনুর রহমান চয়ন, সারোয়ার হোসেন, রোমান সরকার, হাসান যুবায়ের নিলয়, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মাঈনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন ও দ্বীন ইসলাম ইমন। স্ট্যান্ডবাই ॥ বিপ্লব কুজুর, মনোজ বাবু, মাহবুব হোসেন এবং মোহাম্মদ মহসিন।
×