ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে বৈঠক বয়কট করলেন আব্বাস

প্রকাশিত: ০৬:০৩, ১৫ মার্চ ২০১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক বয়কট করলেন আব্বাস

গাজা উপত্যকার চলমান পরিস্থিতি পর্যালোচনার জন্য হোয়াইট হাউসে আয়োজিত বৈঠক বয়কট করেছে ফিলিস্তিনী কর্তৃপক্ষ। মঙ্গলবার অনুষ্ঠিত ওই বৈঠকে মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি ইহুদীবাদী ইসরাইল ও সৌদি আরব উপস্থিত ছিল। ওয়াফা নিউজ এজেন্সি। গত বছর ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইহুদীবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ হয়েছেন। তারই অংশ হিসেবে তারা এ বৈঠক বয়কট করেছে বলে মনে করা হচ্ছে।
×