ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেপালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকছেন বিদ্যা দেবী ভাণ্ডারি

প্রকাশিত: ০৬:০২, ১৫ মার্চ ২০১৮

নেপালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকছেন বিদ্যা দেবী ভাণ্ডারি

নেপালের আইন পরিষদের সদস্যরা মঙ্গলবার প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারিকে দ্বিতীয়বারের মতো এই পদে নির্বাচিত করেছেন। বিদ্যা ভান্ডারি নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট যিনি আরও পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন। এএফপি। নেপালের নির্বাচন কমিশন তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে জয়লাভে নিশ্চিত করে বলেছে, আনুষ্ঠানিক রাষ্ট্র প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তিনি প্রায় দুই তৃতীয়াংশ ভোট পেয়েছেন। ক্ষমতাসীন কমিউনিস্ট ব্লকের সমর্থনপুষ্ট বিদ্যা ভান্ডারি তার একমাত্র প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করবেন এটি আগে থেকেই ধারণা করা হয়েছিল। কারণ, তার আগের মেয়াদে ক্ষমতায় থাকাকালে তিনি সব ধরনের বিতর্কিত কর্মকা- থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তার সমালোচকদের অভিমত যে, নেপালের পিতৃতান্ত্রিক সমাজে তিনি নারীদের অধিকার সংরক্ষণের জন্য তেমন কিছুই করেননি। তবে এ বিষয়টিও বিবেচনায় নিতে হবে যে, নেপালের প্রেসিডেন্ট পদটি সাংবিধানিকভাবে আনুষ্ঠানিক পদ। গত বছর তিনি সে দেশের দুটি পুরনো ফৌজদারি আচরণ বিধি পুনরুজ্জীবিত করেন।
×